জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফুলকির পর রোহিত ফাঁসলো শালিনীর জালে! উঠলো শ্লীলতাহানীর অভিযোগ! ফুলকিতে কি হতে চলেছে আগামী দিনে?

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এখন জমে উঠেছে। বর্তমানে ‘ফুলকি’ (Phulki) চোখে দেখতে পাচ্ছে না। আর ফুলকির এই অবস্থা রোহিত একদম সহ্য করতে পারছে না। রোহিত মনে মনে জানি যে ফুলকির এই অবস্থা একমাত্র শালিনীই করতে পারে। এদিকে ফুলকি নিজেকে কোনমতেই সামলে নেয়।

কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু ফুলকির কাছে এসে বলে এখন ফুলকি আংশিক দেখতে পাচ্ছে না তো কি হয়েছে কিন্তু আগামী কিছুদিনের মধ্যে ফুলকি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং আবার স্বাভাবিকভাবেই সবকিছু দেখতে পাবে। ফুলকির চোখের যে রিপোর্টগুলো এসেছে সেগুলো ভালো। খুব স্বাভাবিকভাবেই এটা শুনে সবাই খুশি হয়।

phulki today episode 28 jan

এই খবরটাকে মাত্রই সবাই রোহিতকে খবরটা দিতে যায় কিন্তু কেউ রহিতে কোথাও খুঁজে পায় না। এদিকে, রোহিত কাউকে কিছু না বলেই চলে গেছে শালিনীর কাছে। এই সময় উলকি বলতে থাকে, ‘স্যার খবরটা জানতে পারলে খুব খুশি হবে’। অন্যদিকে শালিনী এবং রুদ্র খুব খুশি হয় ফুলকির এই অবস্থার জন্য তাই তাঁরা সেলিব্রেট করছে। “ফুলকিতে চোখে দেখতেই পাবে না আর খেলার কথা তো দূরের ব্যাপার। প্রতিবারের মতো আমি এবারে ভারতের হয়ে খেলতে যাব” বলে শালিনী।

এই সমস্ত কথা বাইরে থেকে শুনতে পেয়ে যায় রোহিত এবং এক ধাক্কায় ঘরের দরজা খুলে ফেলে। এই দেখে শালিনী এবং ভিকি ভয় পেয়ে যায়। শালিনী তুমি এটা করতে পারলে? আমি জানি তুমি নিচ, তুমি নিচে নামতে পারো তা বলে, নিজেকে তার জন্য ফুলকি চোখ দুটোই নষ্ট করে দেবে। কিভাবে করলে তুমি বলো? ” রোহিতের এই কথা শুনে শালিনী কিছুই বলে না। এদিকে ভিকি রোহিতকে বলে, “তুমি এখানে কি করছো?” এরপর রোহিত এবং ভিকির মধ্যে মারপিট শুরু হয়ে যায়।

রোহিত ভিকিকে মেরে ওখান থেকে বের করে দেয় এবং শালিনী বলে, “আমি কিছুই করিনি, ফুল্কির এই অবস্থার জন্য আমারও কষ্ট লাগছে”। এরপর শালিনী ভীষণ রেগে যায় এবং বলে “আমি কি করেছি আর কি করতে পারি এবার তুমি দেখবে”। এরপর শালিনী নিজের জামা কাপড় ছেঁড়া শুরু করে। অবশেষে দেখা যাবে শালিনী পুলিশকে ডেকে রোহিতকে ধরিয়ে দিচ্ছে শ্লীলতাহানীর জন্য।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।