জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছাড়লেন দিতিপ্রিয়া? গ্র্যান্ড এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী প্রত্যুষা পাল? শোরগোল টলি পাড়ায়

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ঘিরে টেলিপাড়ায় ফের তোলপাড়। গত কয়েক সপ্তাহ ধরে শুটিং ফ্লোরের অশান্তি, অভিনেতাদের মধ্যে দূরত্ব, অভিযোগ আর প্রতিক্রিয়া যেন বাস্তবকেও সিরিয়ালের মতো নাটকীয় করে তুলেছিল। দর্শকরা যখন ভাবছিলেন সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তখনই নতুন খবর। নায়িকা দিতিপ্রিয়া রায় আর থাকছেন না এই ধারাবাহিকে।

দিতিপ্রিয়া নাকি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর। কারণ হিসেবে উঠে এসেছে মানসিক চাপ, সহ-অভিনেতার আচরণ এবং সমাজ মাধ্যমে ট্রোলিংয়ের অভিযোগ। এমনকি তিনি মহিলা কমিশন ও আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছেন বলেও দাবি। দর্শকদের কাছে ঘটনাগুলো যেন চমকে যাওয়ার মতো। কারণ কয়েক দিন আগেই জিতু কমল শুটিংয়ে ফেরার পর মনে হয়েছিল উত্তেজনার অধ্যায় শেষ। কিন্তু বাস্তবে ঠিক উল্টো ঘটনাই ঘটল।

এখন আসল চমক অন্য জায়গায়। শোনা যাচ্ছে, অপর্ণার ভূমিকায় দিতিপ্রিয়ার পরিবর্তে আসছেন প্রত্যুষা পাল। ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকে দেবী লক্ষ্মীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে যে জায়গা করে নিয়েছিলেন, তা আজও অটুট। দীর্ঘদিন পর আবারও তাঁকে প্রধান চরিত্রে দেখা যাবে শুনেই টেলিপাড়ায় এবং দর্শকমহলে উচ্ছ্বাস।

আগামীকাল থেকেই নাকি প্রত্যুষার শুটিং শুরু হচ্ছে। গোটা টিমের ভরসা, তাঁর অভিজ্ঞতা, উপস্থিতি এবং অভিনয়ের জোর সিরিয়ালকে বাঁচিয়ে দিতে পারে বিতর্কের ধাক্কা থেকে। অনেকেই মনে করছেন, প্রত্যুষা ও জিতুর নতুন অনস্ক্রিন রসায়ন হয়তো ধারাবাহিককে আবারও জনপ্রিয়তার শিখরে ফিরিয়ে দিতে পারে।

সিরিয়ালের গল্প, অভিনেতা বদল ও বাস্তব বিতর্ক—সব মিলিয়ে এখন দর্শকদের আগ্রহ তুঙ্গে। সময়ই বলবে, এই বড় পরিবর্তন কি শো’কে নতুন মোড় দেবে নাকি বাড়িয়ে দেবে আরও উত্তেজনা।

Piya Chanda

                 

You cannot copy content of this page