জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কে প্রথম কাছে এসেছি-তে নজর কেড়েছিল সে, এবার নতুন এবং বড় চরিত্রে ফিরছে রাধিকা!

জি বাংলার এককালীন জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি সম্প্রচারের পর থেকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় আবার ফিরেছিলেন মোহনা মাইতি, যিনি এখানে একজন সিঙ্গল মায়ের চরিত্রে অভিনয় করছেন। তাঁর মেয়ে মিহির ভূমিকায় দেখা গিয়েছিলো ছোট্ট রাধিকা কর্মকারকে। তবে এই সফরের শুরুটা তার জন্য বেশ বিশেষ ছিল। রাধিকা প্রথম নজরে আসে জনপ্রিয় গেম শো দাদাগিরি-তে প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার মাধ্যমে। সেখান থেকেই তার প্রতিভা নজরে আসে, যা শেষমেশ তাকে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে কাজের সুযোগ এনে দেয়।

তবে শুধুমাত্র অভিনয় নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় রাধিকা। মাত্র তিন বছর দশ মাস বয়সেই ইনস্টাগ্রামে তার অনেক অনুরাগী রয়েছে। সে নিয়মিত নিজের নানা রিল, ছবি ও ভিডিও পোস্ট করে, যা দর্শকদের বেশ পছন্দ হয়। তার মিষ্টি হাসি ও স্বতঃস্ফূর্ত অভিনয় তাকে সোশ্যাল মিডিয়া স্টার করে তুলেছে। তবে এই খুদে অভিনেত্রীর কাছে অভিনয়ের সুযোগ পাওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পড়াশোনা এবং শুটিংয়ের মধ্যে ভারসাম্য রাখা।

এই বিষয়ে রাধিকার মা সুস্মিতা কর্মকার এক সাক্ষাৎকারে জানান যে তারা দুর্গাপুরের বাসিন্দা হলেও সেই সময় রাধিকার শুটিংয়ের জন্য কলকাতায় থাকতেন। সেখানে তারা রাধিকার বাবার দাদুর বাড়িতে থাকতেন। রাধিকা বর্তমানে CRPF মন্টেসরি স্কুলের লোয়ার কেজির ছাত্রী। স্কুল কর্তৃপক্ষ তার অভিনয়ের বিষয়টি জানার পর বিশেষ অনুমতি দিয়েছিলো, যাতে সে পরীক্ষার সময় স্কুলে উপস্থিত থাকতে পারে। পাশাপাশি, প্রতিদিনের হোমওয়ার্ক তার মা শুটিংয়ের ফাঁকে করিয়ে দেন, যাতে পড়াশোনায় কোনও ক্ষতি না হয়।

তবে অভিনয় করতে কেমন লাগছে রাধিকার? তার কথায়, “মেকআপ করতে খুব ভালো লাগে। সিরিয়ালে কাজ করতেও খুব ভালো লাগছে। আমার অভিনয় করতে ভালো লাগে, আয়নার সামনে দাঁড়িয়ে তো আমি সব সময় অভিনয় করি।” তার কথা থেকেই স্পষ্ট, অভিনয়ের প্রতি তার দারুণ ভালোবাসা রয়েছে। ছোট্ট বয়সেই ক্যামেরার সামনে সাবলীলভাবে কাজ করছে, যা তার স্বাভাবিক প্রতিভার পরিচয় দেয়।

কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটির পর আবারো ছোটপর্দা মাতাতে ফিরছে রাধিকা। তার মিষ্টি অভিনয় দিয়ে আগেই মন জয় করছে দর্শকদের। জানা গেছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘দুগ্গামনি ও বাঘমামা’ পুনরায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাধিকাকে। তার স্বতঃস্ফূর্ততা ও নিষ্পাপ অভিনয় ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার, এই ছোট্ট তারকা আবারও তাঁর অভিনয় জাদুতে কী চমক দেখাতে পারে!

Piya Chanda