জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Rahul-Rooqma: রাহুলকে ধরে নিয়ে গেছে গুন্ডারা তাই ভাসুর শৌর্যের সঙ্গেই দিদি নম্বর ওয়ান খেলতে চলে এসেছে রুকমা! ‘বর দেখলে কষ্ট পাবে তো’, হেসে কুটিপাটি নেটিজেনরা

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় জুটি রাজা মাম্পি ফিরে এসেছে বিক্রম অনামিকা হয়ে জি বাংলার ধারাবাহিক লালকুঠিতে। ‌ তবে অনুরাগের ছোঁয়ার সঙ্গে টক্কর দিতে পারছে না এই ধারাবাহিক কিন্তু আলাদা একটা ভক্তগোষ্ঠী আছে এই জুটির। বাস্তবে প্রেম করছেন রাহুল আর রুকমা রায় এরকমটাই শোনা যায়। তবে দুজনে এখন সরাসরি কিছু স্বীকার করেননি। তবে কিছু একটা যে চলছে এ কথা সবাই আন্দাজ করতে পারে।

কিছুদিন আগে লালকুঠি পরিবার এসেছিল জি বাংলার দিদি নং ওয়ানে। সঙ্গে ছিল খেলনা বাড়ি পরিবার। সেখানে যদিও শুভ্রজিৎ প্রিয়ম ছিলেন এবং হৃতজিৎ আর রুকমা জুটি বেঁধে খেলেছিলেন। রাহুল না আসায় অনেকেরই অবাক লেগেছিল তবে ভাসুরের সঙ্গে জুটি বেঁধে খেলা নিয়ে তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং।
WhatsApp Image 2022 08 02 at 6.38.08 PM

সকলেই বলছেন আসলে রাহুলকে তো গুন্ডারা ধরে নিয়ে গেছে সেই জন্য রাহুলকে ফেলে ভাসুরের সঙ্গে খেলতে চলে এসেছে রুকমা। আবার বৈশালীও তো কিছু বলবে না সেজন্যই হৃতজিৎ চলে এসেছে। সবমিলিয়ে এখন এই এপিসোডের বিভিন্ন ছবি ভাইরাল যেখানে রুকমা আর হৃতজিৎকে একসঙ্গে খেলতে দেখা যাচ্ছে।

অনেকেই বলছেন এমনিতেই রাহুল সারাক্ষণ রেগে থাকে তার ওপর যদি দেখেন নিজের বউকে কোলে করে খেলছে নিজের ভাই তাহলে তো শেষ করে দেবে বাড়ি এসে। তবে সবটাই মজার ছলে এবং এই এপিসোডটা সেদিন খুবই উপভোগ করেছেন রাজা মাম্পির ভক্তরা।

Nira

                 

You cannot copy content of this page