নতুন বছরে একের পর এক নতুন কনটেন্ট নিয়ে হাজির হচ্ছে বাংলা বিনোদনের জনপ্রিয় চ্যানেল জি বাংলা। কিছুদিন আগেই শেষ হয়েছে ‘নিম ফুলের মধু’ এবং বর্তমানে ‘জগদ্ধাত্রী’ এবং ‘পরিণীতা’ -র মতো জনপ্রিয় ধারাবাহিকগুলি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। টিআরপি লিস্টেও তাদের সাফল্য রয়েছে।
তবে এখানেই থেমে নেই চ্যানেল। আরও একাধিক নতুন ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে। এছাড়াও সম্প্রতি শুরু হয়েছে‘তোমাকে ভালোবেসে’ ধারাবাহিক। ইতিমধ্যেই নজর কেড়েছেন দিতিপ্রিয়া রায়। অন্যদিকে, ‘তুই আমার হিরো’ ধারাবাহিককেও দর্শক বেশ পছন্দ করে নিয়েছে। সব মিলিয়ে, জি বাংলার তরফে নতুন ধারাবাহিক নিয়ে কাজ পুরোদমে চলছে।
তবে এই তালিকায় একটি নাম নিয়ে দর্শকদের কৌতূহল সবচেয়ে বেশি— সেটি হল ‘রানী ভবানী’। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের নাম ঘোষণা প্রমো প্রকাশ হলেও এখনও পর্যন্ত নায়িকার মুখ সামনে আসেনি। ফলে ধারাবাহিকটি ঘিরে রহস্য আরও বেড়েছে।
সূত্রের খবর, ‘রানী ভবানী’ এখনই সম্প্রচারিত হচ্ছে না। যদিও শুরুতে শোনা গিয়েছিল ধারাবাহিকটি শিগগিরই সম্প্রচারে আসবে। কিন্তু এখন তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সুস্মিতাকে কাছে পেয়ে অতিরিক্ত বেশি মাত্রায় ‘স্প’র্শ’ করেছিলেন মিঠুন! শুটিং চলাকালীন আচমকা কেনো সেট ছেড়েছিলেন সুস্মিতা?
এর পেছনে মূল কারণ হল— চ্যানেল কর্তৃপক্ষ এই মুহূর্তে কোনও বড় প্রতিযোগিতায় যেতে চান না। ‘রানী ভবানী’র মতো ঐতিহাসিক ও বড় বাজেটের ধারাবাহিককে আদর্শ সময়ে আনতে চায় জি বাংলা। তাই আপাতত অপেক্ষা করতেই হবে দর্শকদের।