জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মেধা আর পরিশ্রমেই বাজিমাত! সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বরে সর্বভারতীয় স্তরে উঠে এলো ‘পূবের ময়না’র ‘ময়না’ ওরফে ঐশানী দে! এবার কি নিয়ে এগোনোর ইচ্ছা তার?

চলতি বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে ‘সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’ (CBSE) বোর্ড। আর সেই ফলাফলেই টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ হয়ে ওঠা নবাগতা অভিনেত্রী ‘ঐশানী দে’ (Aishani De) দেখিয়ে দিলেন, ইচ্ছা থাকলে পড়াশোনা ও অভিনয় একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়ার সম্ভব। জি বাংলার ‘পূবের ময়না’ (Puber Moyna) ধারাবাহিকে ‘ময়না’ চরিত্রে দর্শকের মন জয় করা ঐশানী এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পেয়েছেন ৯২ শতাংশ নম্বর।

পরীক্ষার সময়েও শুটিং চালিয়ে যাওয়ার পরও এমন ফলাফল অনেকে ভাবতেই পারেননি। ঐশানীর মা অঞ্জনা দে মুখোপাধ্যায় জানিয়েছেন, মেয়ের এই ফলাফল তাঁদের প্রত্যাশার অনেক ঊর্ধ্বে। অভিনয়ের চাপের মাঝেও ঐশানী পড়াশোনায় কখনও আপস করেননি। পরীক্ষার সময়ে রাত জেগে পড়াশোনা করতেন তিনি, কখনও মাত্র এক-দুই ঘণ্টার জন্য হলেও বইয়ের সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রেখেছিলেন। পেইন্টিং, পলিটিক্যাল সায়েন্স ও মাস মিডিয়ার মতো বিষয়গুলিতে তাঁর প্রায় ফুল মার্কসের কাছাকাছি নম্বর এসেছে।

৬০০-র মধ্যে ঐশানী পেয়েছেন ৫৩০। অল ইন্ডিয়া স্তরে তাঁর র‍্যাঙ্ক হয়েছে ১২.৫, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। ঐশানীর মা আরও বলেন, মেয়ের এই ফলাফলের পেছনে একটাই লক্ষ্য কাজ করেছে যে প্রমাণ করা, অভিনয়ের সঙ্গে পড়াশোনা সম্ভব। অনেকেই বলেছিলেন, অভিনয়ে মন দিলে পড়াশোনা আর হয় না, কিন্তু ঐশানী সেই ধারণা ভেঙে দিয়েছে। কাজের পাশাপাশি পড়াশোনাও যে ভালোবেসে করা যায়, সে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

ঐশানীর মা জানিয়েছেন, মেয়ে আঁকাআঁকি করতে বরাবর পছন্দ করে। আবার মিডিয়া বা ভাষাতত্ত্ব নিয়েও ঝোঁক আছে। তবে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও, ঐশানী মিডিয়া-ফিল্ম স্টাডিজ কিংবা ভাষাতত্ত্ব নিয়ে পড়তে চান বলে জানিয়েছেন তাঁর মা। পাশাপাশি ইউপিএসি-এর আইএএস বা আইএফেস পরীক্ষার দিকেও আগ্রহ রয়েছে তাঁর। বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সে ভালো নম্বর থাকায় ঐ বিষয়টিকেও তিনি এগোনোর ইচ্ছা আছে।

তবে এর মানে এই নয় যে অভিনয় থেকে সরে যাচ্ছেন ঐশানী। মা জানিয়েছেন, মেয়ে পড়াশোনাকে একটু বেশি গুরুত্ব দিতে চাইছে ঠিকই, তবে অভিনয় ছাড়ছে না। আগামী চারটে বছর হয়তো একটু কম অভিনয় করবে ঐশানী, সিরিয়াল না করলেও ওয়েব সিরিজ বা সিনেমার মতো কিছু বেছে নেবেন যাতে টাইম ম্যানেজমেন্ট করা সহজ হয়। সব মিলিয়ে, ঐশানী এখন কেরিয়ারের এক নতুন মোড়ে, যেখানে পড়াশোনার পাশাপাশি অভিনয়ও সমানতালে চলবে। আমাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ঐশানীকে!

Piya Chanda