জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জিতুর জুতোয় পা গলাচ্ছেন রণজয়, উঠেছিল গুঞ্জন তাতেই অভিনেতাকে বয়কটের দাবি ওঠে! “মানুষ বয়কট করলে করবে, সেখানে আমার কিছু করার নেই”— বি’স্ফো’রক অভিনেতা রণজয় বিষ্ণু!

কয়েক দিন ধরেই টলিপাড়ার অন্দরমহলে তুমুল আলোচনা— জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ নাকি বড়সড় পরিবর্তনের মুখে পড়তে চলেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় রটে যায়, নাকি শীঘ্রই বন্ধও হয়ে যেতে পারে সিরিয়ালটি। দর্শকদের মধ্যে শুরু হয় দোলাচল— সত্যি কি তবে এত বড় ঘটনা ঘটতে চলেছে? নানা জল্পনা-কল্পনার মাঝেই আলোচনার কেন্দ্রে চলে আসে প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা জিতু কমল।

সব জল্পনায় কার্যত ব্রেক টেনে নিজেই মুখ খুলেছেন জিতু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোথাও যাচ্ছেন না, বরং অল্প সময়ের মধ্যেই আবার ফিরছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। তাঁর এই মন্তব্যে খানিকটা স্বস্তি ফিরে পেয়েছেন দর্শকরা। দীর্ঘদিন ধরে এই চরিত্রে তাঁকে দেখে অভ্যস্ত দর্শকরা ইতিমধ্যেই জানিয়েছেন— জিতু ছাড়া ধারাবাহিক তারা ভাবতেই পারছেন না।

জিতুকে ঘিরে জল্পনার মধ্যেই শুরু হয়েছিল নতুন গুজব। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে— জিতুর জায়গায় নাকি আসছেন অভিনেতা রনজয় বিষ্ণু। এই খবরে উত্তাল হয়ে ওঠে ফ্যানপেজ, অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় রনজয়কে ‘বয়কট’ করার ডাকও দিতে শুরু করেন। পুরো বিষয়টি নিয়ে রনজয়কেই প্রশ্ন করা হলে তিনি প্রথমেই জানিয়ে দেন— এসব একেবারেই ভিত্তিহীন।

রনজয় স্পষ্ট বলেন, “কারোর জায়গা কেউ নিতে পারে না। তাই এই প্রসঙ্গে বেশি কথা না বলাই ভালো।” তিনি বলেন, তিনি নিজের কাজে ব্যস্ত, ধারাবাহিকে যোগ দেওয়ার কোনও কথাই কখনও হয়নি। তাঁর দাবি, কোথা থেকে এই ধরনের খবর ছড়াল তা তিনি জানেন না, তবে পুরো ঘটনাই সোশ্যাল মিডিয়ার গুজব বলেই মনে করছেন।

দর্শকের একাংশ যখন তাঁকে বয়কট করার ডাক দিচ্ছিলেন, তখনও রনজয় যথেষ্ট ঠান্ডা মাথায় জবাব দেন। তাঁর কথায়, “মানুষ বয়কট করলে করবে, সেখানে আমার কিছু করার নেই।” পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন— এসব গুজবকে তিনি গুরুত্ব দেন না। তাঁর কাছে কাজই আসল, বাকি সবই সোশ্যাল মিডিয়ার গুজব মাত্র।

Piya Chanda

                 

You cannot copy content of this page