জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নতুন মুখ কিন্তু দুর্দান্ত অভিনয়! হিন্দোলের মায়ের ভূমিকায় অপর্ণা-আর্যর জীবনে ঝড় তুলেছিলেন যিনি, জানেন তিনি আসলে কে? জানলে চমকে যাবেন! তাঁর মুখের সারল্যে লুকিয়ে আছে এক অত্যন্ত প্রতিভাবান শিল্পী!

জি বাংলা তথা বাংলা টেলিভিশনে এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। বর্তমানে টিআরপি তালিকায় রাজ করছে। গত সপ্তাহে শীর্ষে থাকলেও, দিতিপ্রিয়া অসুস্থ থাকার কারণে ছুটিতে। তাই টিআরপিতেও একটু প্রভাব পড়েছে, এই সপ্তাহে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে, কিছুদিন আগেই তীব্র সমালোচনার মুখে পড়েছিল এই ধারাবাহিক।

মূলত হিন্দোল নামক এক ডাক্তারের সঙ্গে অপর্ণার বিয়ে ঠিক করেছিলেন সতীনাথ আর সুমি। কোনও আশাই যেন ছিল না আর্যর সঙ্গে অপর্ণার মিলনের। বিয়ের দিন পর্যন্ত দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে! তবে হিন্দোল চরিত্রটি যেমন রোষের মুখে পড়েছিল, ঠিক তেমনই পড়েছিল তার মায়ের চরিত্রটাও। তিনি কিছুদিনের জন্য যেন ঝড় তুলে দিয়েছিলেন আর্য-অপর্ণার জীবনে, ক্ষোভ তুঙ্গে উঠেছিল দর্শকদের!

গল্পের খাতিরে অবশ্য চরিত্রটার বিদায় ঘটেছে, কিন্তু দর্শকদের মনে দাগ কেটেছে তাঁর অভিনয়। অনেকেই জানতে চাইছেন এই অভিনেত্রীর পরিচয়! অত্যন্ত মিষ্টি তাঁর কথা বলার ধরন, চেহারাতেও যেন একটা সরলতা আর সহজেই আপন করে নেওয়ার ক্ষমতা আছে। তবে নাম কি অভিনেত্রীর? কী করেন তিনি? আগে কোথায় অভিনয় করেছেন? এই অভিনেত্রীর নাম, ‘আলোকপর্ণা গুহ’ (Alokparna Guha)

অত্যন্ত প্রতিভাবান এবং গুনি এই অভিনেত্রী। জানলে অবাক হবেন, তিনি একাধারে শিক্ষিকা, কত্থক নৃত্যশিল্পী, অভিনেত্রী এবং বাচক শিল্পীও! ‘পুষ্পক ইনস্টিটিউশন’ নামে একটি ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্ব রয়েছেন তিনি। যখন অভিনয় করেন, বাস্তবের সঙ্গে মিশে যান মুহূর্তেই। ওনাকে দেখে বয়স বোঝাও কঠিন! থিয়েটার আর নাচ নিয়েই প্রচণ্ড ব্যস্ত তিনি। অনেকেই তাঁকে চেনেন, সমাজ মাধ্যমে বাস্তব সমাজ নিয়ে তৈরি আবৃত্তি পাঠের জন্য।

উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এত জনপ্রিয় সব তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। খুব সহজেই হয়তো ডাক্তার হিন্দোল আর তার মা শর্বাণী মিত্রকে ভোলা যাবে না! এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা বুঝবেন, দীর্ঘ প্রতীক্ষিত যে সাফল্যের আশা করছিলেন সকলে। হিন্দোলের মায়ের হাত ধরেই কিন্তু এসেছে সেটা! আপনাদের অভিনেত্রী আলোকপর্ণা গুহ’র অভিনয় কেমন লেগেছে? জানাতে ভুলবেন না কিন্তু!

Piya Chanda

                 

You cannot copy content of this page