জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কালী ঠাকুরের উপর রাগ! বাড়িতে প্রদীপও জ্বালাতেন না কাঞ্চন মল্লিক—‘কালীমায়ের প্রতি কি অভিমান দেখানো যায়?’ নেটপাড়ায় ফের ট্রোলের মুখে অভিনেতা, তবে কিভাবে আবার পুজো শুরু করলেন স্ত্রী শ্রীময়ী? অভিনেতার জীবনে কী ঘটনা ছিল, যার কারণে জন্ম নিয়েছিল এই অভিমান?

বিনোদন জগতের আলোচিত জুটি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। চার বছর ধরে এই দম্পতির নাম নেটপাড়াতেও শিরোনামে থাকে, কারণ তাঁদের ব্যক্তিগত জীবন গল্পের মধ্যে প্রায় কখনও সীমা নেই। তবে কেবল প্রেম বা অভিনয়ের কারণে নয়, বরং পরিবারের প্রতি শ্রদ্ধা আর মানসিক টানাপোড়েনের কারণে এই জুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কাঞ্চনের জীবনে সেই অধ্যায়টি ছিল একেবারে অন্যরকম। এক কালীপুজোর রাতে হঠাৎ আগুন লেগে অভিনেতার মায়ের শরীরের অনেকটা অংশ পুড়ে যায়। অন্য এক বছর, পুজোর দিনে হাঁটুর মালাইচাকি ভেঙে যায়। এই ধরনের দুর্ঘটনা কাঞ্চনের মানসিকভাবে বড় ধাক্কা দেয়।

এই ঘটনার পর কাঞ্চনের মধ্যে জন্ম নেয় গভীর অভিমান। তিনি সিদ্ধান্ত নেন, কালীপুজোর দিন বাড়ি অন্ধকার রাখবেন, কোন প্রদীপ জ্বালাবেন না। কিন্তু নেটপাড়ার দর্শকরা এটাকে সহজে মেনে নেননি। তারা বলেছিল, “মায়ের উপর রাগ? এটা কি ঠিক?” সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ঝড় ওঠে, অনেকেই কাঞ্চনের এই পদক্ষেপকে যৌক্তিক মনে করেনি।

তবে সংসারে আলো ফেরান শ্রীময়ী। ২০২১ সাল থেকে তিনি পুরনো বাড়িতেই কালীপুজো শুরু করেন। তিনি কাঞ্চনকে বোঝান, মা চাইছেন আবার পুজো হোক। শ্রীময়ী নিজেই সমস্ত নিয়ম মেনে উপোস করেন, এমনকি ২০২৪ সালে অন্তঃসত্ত্বা অবস্থাতেও নির্জলা উপোস পালন করেছিলেন। তাঁর প্রচেষ্টায় কাঞ্চনের অভিমান ভেঙে যায় এবং আবার পুরো পরিবার মিলেই পুজোর আনন্দ উপভোগ করতে শুরু করে।

এখন প্রতি বছর চোদ্দশাক খাওয়া, চোদ্দপ্রদীপ জ্বালানো এবং সমস্ত নিয়ম মেনে পুজো হয়। শ্রীময়ীর হাত ধরে কাঞ্চনের জীবনে আবার ফিরেছে আলো ও আনন্দ। নেটিজেনদের ট্রোলের মাঝেও এই জুটি দেখিয়েছে, কঠিন সময় পার করেও পরিবার ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা বজায় রাখা সম্ভব।

Piya Chanda

                 

You cannot copy content of this page