জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, আর্য গাড়ি থামিয়ে অপর্ণার জন্য জল কিনতে যায়। ফিরে এসে দেখে গাড়ির দরজা খোলা কিন্তু অপর্ণা নিখোঁজ। তন্ন তন্ন করে চারিদিকে আর্য অপর্ণাকে খুঁজতে থাকে। হঠাৎ কিঙ্কর এসে উপস্থিত হয় আর আর্য মনে করে কিঙ্করই লোক দিয়ে অপর্ণাকে অপহরণ করিয়েছে।
বারবার কিঙ্করকে আর্য জানতে চায় অপর্ণার ব্যাপারে, কিন্তু কিঙ্কর বলে সে কিছুই জানে না। বাধ্য হয়ে আর্য একটা ব’ন্দুক বের করে তাক করে কিঙ্করের দিকে। তাও কিঙ্কর কিছু না বলায় আর্য নিজের কপালে ব’ন্দুকটা ধরতেই কিঙ্কর ভয়ে পেয়ে যায় কিন্তু আর্য গুলি করতে গেলেও ব্যর্থ হয় পরপর দু’বার। এবার সে বন্দুকের পাঁচটা গুলি ফেলে দিয়ে একটা রেখে আবার নিজেকে মারতে চায়।
আর্য কোনও কথা শুনছে না দেখে কিঙ্কর তাকে শঙ্কর নামেও ডাকে, তাও আর্য থামে না। আচমকায় ভূমিকম্প শুরু হয় তীব্রভাবে। ছিটকে পড়ে যায় আর্য আর কিঙ্কর। ওদিকে তারা সুন্দরী মায়ের কাছে বিচলিত হয়ে রাজলক্ষ্মী উপস্থিত হন। তারা সুন্দরী মা বলেন, কাউকে পেতে গেলে একজনকে হারাতেই হবে। রাজলক্ষ্মী কাকে বাঁচাতে চায়, সেটা তাকে ঠিক করতে বলেন তিনি।
হঠাৎ ভূমিকম্প শুরু হলে একদিকে যেমন অপর্ণার মা-বাবা আরও চিন্তায় পড়ে যায় মেয়ের কথা ভেবে, তেমন রাজলক্ষ্মীও ভাবে একটা কোনও বড় বিপদের ইঙ্গিত। অন্যদিকে, আর্য নিজেকে কিছুটা সামলে নিয়ে আবার অপর্ণার খোঁজ করতে শুরু করে দেয়। কিঙ্কর কিছুতেই আর্যর কোনও ক্ষতি হতে দেবে না বলে পিছু নেয়। কিন্তু মাঝরাস্তায় একটা গাছের ডাল ভেঙে পড়লে সে আটকে যায়।
আরও পড়ুনঃ কালী ঠাকুরের উপর রাগ! বাড়িতে প্রদীপও জ্বালাতেন না কাঞ্চন মল্লিক—‘কালীমায়ের প্রতি কি অভিমান দেখানো যায়?’ নেটপাড়ায় ফের ট্রোলের মুখে অভিনেতা, তবে কিভাবে আবার পুজো শুরু করলেন স্ত্রী শ্রীময়ী? অভিনেতার জীবনে কী ঘটনা ছিল, যার কারণে জন্ম নিয়েছিল এই অভিমান?
আর আর্য অপর্ণাকে খুঁজতে খুঁজতে একটা ভগ্নপ্রায় প্রাসাদের ভেতর চলে যায়। ভূমিকম্পের তীব্রতা চারিদিকে দেওয়াল ভেঙে পড়ছে সেখানে। আর্যর গায়েও একটা থাম ভেঙে পড়ে। কিঙ্কর কোনও রকমে সেখানে পৌঁছে ধ্বংসস্তূপ ছাড়া কাউকে দেখতে পায় না। তারা সুন্দরী মা বলেন রাজলক্ষ্মীকে, অন্যলোক থেকে যে আসছে তার জন্যই এসব হচ্ছে। কিঙ্কর বাড়ি ফিরে এসে জানায়, আর্য-অপর্ণা ওই প্রাসাদে চাপা পড়ে মারা গেছে!