জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

খড়ির প্রেমে হাবুডুবু খাওয়া ঋদ্ধি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেই বউকে! খড়ি কি ফিরবে? ভাইরাল নতুন প্রোমো

বরাবর বাংলা সিরিয়ালে দেখানো হয় নায়করা রগচটা হয় আর নায়িকারা শান্ত স্বভাবের হয়। তবে শেষে সেই অহংকারী নায়ক সেই মিষ্টি নায়িকাকেই ভালোবেসে ফেলবে। স্টার জলসার এই ধারাবাহিকের কনসেপ্ট এর থেকে একটু আলাদা।

গাঁটছড়া ধারাবাহিকে নায়িকার কোন ন্যাকামি নেই। আবার স্বামী বা শ্বশুরবাড়ির অত্যাচার মেনে নেওয়ার কোনো ব্যাপার নেই। প্রতিবাদ করে খড়ি। ঘটনা চাপে পড়ে সিংহ রায় পরিবারের ঋদ্ধিমানের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। কিন্তু সেখান থেকে যতই অপদস্থ করা হোক না কেন নিজের মাথা ঠিক উঁচু করে ছিল খড়ি।

কিন্তু সে আর সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই নিয়ে পাড়ার মহিলারা পরনিন্দা করতে এলে সে তার যোগ্য জবাব দিয়েছ। সে ঠিক করেছে স্ত্রীর মতো মর্যাদা বৃদ্ধি তখন তাকে ঋদ্ধি ফিরিয়ে নিয়ে যাবে তখনই সে ফিরে যাবে তার স্বামীর সঙ্গে।

আজকে সামনে এসেছে ধারাবাহিকের নতুন পর্বের একটি প্রমো। খড়ি আর ঋদ্ধির সম্পর্ক এবার যেনো একটু বদলাতে শুরু করেছে। ঋদ্ধি নিজের স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেই। কিন্তু স্ত্রী তাকে প্রথমে ফিরিয়ে দেয়।

পরে ছাদে আবার দুজনের দেখা হতেই বোঝা গেলো যে ঋদ্ধির চোখে মুখে দুষ্টুমি ভর্তি। নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে সে বলে তাকে না নিয়ে সে ফিরবে না বাড়ি। এবার কি মন গলবে খড়ির?

Piya Chanda

                 

You cannot copy content of this page