জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টেন্টের ধারাবাহিকে রিমঝিম মিত্র থাকবে না তাই হয়! আলতা ফড়িংয়ে আজ থেকে ব্যাঙবাবুর বস হিসাবে ঢুকে গেলেন রিমঝিম, ‘এবার ফড়িংয়ের ফড়ফড়ানি যাবে’, আশঙ্কায় নেটিজেনরা

এই ধারাবাহিকের খুব বড়সড় ভক্ত মন্ডলী নেই, কিন্তু টিআরপি রেটিংয়ে ঠিক কামাল করে দেয় আশা করি বুঝতেই পারছেন কোন ধারাবাহিকের কথা বলছি।না যেরকমভাবে মিঠাইকে নিয়ে আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায় সেরকম কিন্তু ফড়িংকে নিয়ে হয় না কিন্তু এর মধ্যেই দু’বার মিঠাইকে হারিয়ে দিয়েছে আলতা ফড়িং।

আলতা ফড়িং টেন্ট প্রোডাকশনের ধারাবাহিক। টেন্ট একসঙ্গে অনেক ধারাবাহিক দুটো চ্যানেলে চালায় যেমন জি বাংলায় লক্ষ্মী কাকিমা সুপারস্টার উমা আর স্টার জলসায় সফলভাবে চালায় আলতা ফড়িং‌, উমাকে নিয়ে ট্রোলিংটা বেশি হয়। তবে আলতাফড়িংকে নিয়ে খুব একটা ট্রল করতে কেউ পারেনা তার কারণ এখানে নায়িকা খুব প্রতিবাদী শক্ত গোছের। টেন্ট মানেই বিশেষ কিছু মুখ সেখানে থাকবে।

সেই জন্যেই লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পর এবার স্টার জলসায় আলতা ফড়িংয়ে এন্ট্রি নিচ্ছেন রিমঝিম মিত্র। লক্ষ্মী কাকিমা তে রিমঝিম পজেটিভ চরিত্র কিন্তু আলতা ফড়িংয়ে তাকে দেখে মনে হচ্ছে তিনি নেগেটিভ চরিত্র। ব্যাঙ বাবুর বস হিসাবে আসছেন রিমঝিম।

তাই সকলেই বলছেন এবার ফড়িং এর ফড়ফড়ানি অনেকটা কমিয়ে দেবেন তিনি। এতদিন নির্মল মামার সঙ্গে লড়াই হয়েছে এবার রিমঝিম এর সঙ্গে লড়াই করতে হবে ফড়িংকে। এখন দেখা যাক ফড়িং কতটা টক্কর দিতে পারে রিমঝিমের সঙ্গে।

Nira

                 

You cannot copy content of this page