Connect with us

Entertainment

মিঠাইকে দেবে টক্কর, ষ্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক, জুটি বাঁধতে চলেছেন শ্রাবণী এবং সুস্মিত!

Published

on

Mithai srabani

টিআরপি লড়াইকে মাথায় রেখে একের পর এক নতুন ধারাবাহিক আসছে স্টার জলসায়। ইতিমধ্যেই দু’টি ধারাবাহিকের প্রোমো ভিডিও লঞ্চ করেছে স্টার জলসা। একটি ‘নবাব নন্দিনী’ এবং অন্যটি ‘এক্কা দোক্কা।’ তারই মধ্যে শোনা যাচ্ছে, আরও একটি নতুন ধারাবাহিক আস্তে চলেছে স্টার জলসার পর্দায়।

ব্লুজ প্রোডাকশনের তরফে আসছে এই নতুন ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে ‘মোমপালক’ ও জি বাংলার ‘জীবন সাথী’ ধারাবাহিকের নায়িকা ঝিলম ওরফে অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। আর শ্রাবণীর সঙ্গে জুটি বাঁধবে ‘বরণ’-এর রুদ্রিক অর্থাৎ নায়ক সুস্মিত মুখার্জিকে। তবে কিছুদিন আগে শোনা গেছিল, ব্লুজ প্রোডাকশনের সঙ্গে ঝামেলা হয়েছে ষ্টার জলসার। এই ধারাবাহিক আসছে বলে সেই সমস্যা মিটে গেছে বলে মনে করা হচ্ছে।

তবে নতুন নতুন ধারাবাহিক আসছে বলে খুশি দর্শকরা। কিন্তু ধারাবাহিকগুলি আসার ফলে পরিবর্তন হতে চলেছে পুরোনো ধারাবাহিকগুলোর সময়। যেমন ‘এক্কা দোক্কা’ আসছে রাত ৯টায় যার ফলে পরিবর্তন হবে ‘আয় তবে সহচরী’র সময়। অনেকে মনে করছেন সন্ধ্যায় আসবে এই ধারাবাহিক।

এখন দেখবার বিষয় নতুন ধারাবাহিকের নতুন জুটিগুলিকে মানুষ কতটা ভালোবাসছেন এবং নায়ক নায়িকারাও কতটা তাঁদের মন জয় করতে পারছেন।