জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে অপেক্ষার অবসান, দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন ঋষি কৌশিক! পুলিশ হয়ে ধরা দেবেন বাংলা টিভির ‘হ্যান্ডসাম হিরো’, সঙ্গে থাকছেন কোন অভিনেত্রী? জি’তে ফিরছেন নায়ক!

নতুন রূপে, নতুন গল্পে ছোট পর্দায় ফিরছেন বাংলা টেলিভিশনের একসময়ের জনপ্রিয় মুখ ‘ঋষি কৌশিক’ (Rishi Kaushik)। দীর্ঘদিন তাঁকে বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ এমনকি হিন্দি ধারাবাহিকেও দেখা গেলেও, ছোট পর্দায় তার ফিরে আসার জন্য দর্শকরা যেন এখনও অধীর আগ্রহে অপেক্ষাই করছিলেন। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অনেকদিন পর একটি থ্রিলারধর্মী ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন এই চেনা অভিনেতা, আর তাঁর চরিত্র এবার কিছুটা আলাদা স্বাদের হতে চলেছে।

এই নতুন ধারাবাহিকে দেখা যাবে এক তদন্তকারী অফিসারের চরিত্রে, যিনি প্রতিটি কেসে ঝাঁপিয়ে পড়েন নিজের কৌশলী মন ও পেশাদারিত্ব নিয়ে। দীর্ঘ ক্যারিয়ারে ‘একদিন প্রতিদিন’ থেকে শুরু করে ‘এখানে আকাশ নীল’, ‘কুসুম দোলা’, ‘কোড়া পাখি’— এমন অনেক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। হিন্দি ধারাবাহিকেও খলনায়কের চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন, আবার কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে তাঁর অভিনয় সকলকে চমকে দিয়েছে।

কিন্তু এত কিছুর পরেও বাংলা ছোটপর্দায় তাঁর ফেরা যেন আরও একবার প্রমাণ করে দিল, বাংলার দর্শকের তার প্রতি ভালোবাসা এখনও অটুট। অন্যদিকে, ঋষি কৌশিকের বিপরীতে থাকছেন ছোট পর্দায় আরেক পরিচিত মুখও নায়িকা হিসেবে। যিনি একাধারে ফ্যান্টাসি ধারাবাহিক থেকে শুরু করে রোমান্টিক মেলোড্রামা—সব চরিত্রেই সাবলীল। অভিনয়ে তাঁর ধার, সংলাপ বলার ভঙ্গি, আর উপস্থিত বুদ্ধি তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে।

বিভিন্ন সিরিজ, সিনেমা এবং ধারাবাহিকে তাঁর দাপুটে উপস্থিতি বারবার প্রমাণ করেছে, তিনি আজকের দিনের একজন অন্যতম প্রাসঙ্গিক অভিনেত্রী। যদিও শুরু থেকেই ধারাবাহিকের গল্প, চরিত্র ও জুটির বিষয়ে নির্মাতারা বেশ চুপচাপ ছিলেন, কিন্তু ধীরে ধীরে সামনে এসেছে সবটাই। দুই তারকা জুটিতে ফিরছেন বহু প্রত্যাশিতভাবে। তাঁদের কেমিস্ট্রি যে আবারও দর্শকদের মন কাড়বে, তা বলাই বাহুল্য। জানা যাচ্ছে, ঋষি কৌশিক ও রুকমা রায় জুটি বাঁধছেন একেবারে নতুন একটি থ্রিলারধর্মী ধারাবাহিকে।

আরও পড়ুনঃ দু’জনের মাঝে দেওয়ালের মতো দাঁড়িয়ে রাজনন্দিনী, আর্য-অপুর মাঝে জমছে প্রশ্নের পাহাড়! সব ভুলে এগোতে চায় অপু, অথচ ভাগ্য যেন বারবার এনে ফেলছে আর্যর কাছেই! অতীতের মায়াজালে আটকে অপু, রাজনন্দিনীর ছায়া কি তবে ভবিষ্যতেও ছড়িয়ে পড়ছে?

ধারাবাহিকটির নাম ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (SIT) – বেঙ্গল’। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ঘোষণা হয়েছে জি-এর তরফ থেকে আসতে চলেছে দুটি নতুন হাইব্রিড চ্যানেল। আর এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে নতুন চ্যানেল ‘জি বাংলা সোনার’-এ। ঋষি কৌশিক থাকবেন ইন্দ্রজিৎ বসাক নামের এক পুলিশ অফিসারের চরিত্রে, আর তাঁর সঙ্গে প্রধান মহিলা তদন্তকারী হিসেবে থাকছেন রুকমা। এই জুটির কামব্যাক যে হাইভোল্টেজ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না!

Piya Chanda