দুর্গা পুজো যত এগিয়ে আসছে, ততই বাড়ছে মহালয়া (Mahalaya 2025) অনুষ্ঠানের প্রতি বাঙালির আগ্রহ। আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দ্দিনী’ আজও শোনার আগ্রহ কমেনি। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমেও পা রেখেছে এই পৌরাণিক অনুষ্ঠান। দর্শকদের জন্য এখন দেবী দুর্গার রূপে দেখা যায় টেলিপর্দার জনপ্রিয় নায়িকাদের, আর এবার সেই তালিকায় নাম লেখালেন ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya)।
প্রসঙ্গত, ২০২৪ সালে ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এর ব্যানারে মহালয়া উপলক্ষে যে ‘মহিষাসুরমর্দ্দিনী’ অনুষ্ঠান আনা হয়েছিল, সেই সময় দেবীর ভূমিকায় দেখা গিয়েছিল ‘আরাত্রিকা মাইতি’কে (Aratrika Maity), যিনি এখন ‘রাইপূর্ণা’ নামেই দর্শকের কাছে বেশি পরিচিত। দেবী দুর্গার নানা রূপে ধরা দিয়ে তিনি মন জয় করেছিলেন দর্শকদের। সেই ধারাবাহিকতায় এবার এই বিশেষ অনুষ্ঠানের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। ইতিমধ্যেই সামনে এসেছে এই অনুষ্ঠান সংক্রান্ত টিজার, যা ঘিরে উৎসাহ তুঙ্গে।
শুরুতেই চোখে পড়ে দেবীর উজ্জ্বল মুকুট এবং কপালে তৃতীয় নয়নের উপস্থিতি। গোধূলি মেঘে আচ্ছন্ন আকাশের পটভূমিতে ধীরে ধীরে ভেসে ওঠে সেই তৃতীয় নয়ন। আবহে বাজতে থাকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠ। এরপরই ক্যামেরায় ধরা পড়ে শ্বেতা ভট্টাচার্যের দেবীস্বরূপ। লাল রঙের শাড়িতে, ভারী গয়নায় সজ্জিত, খোলা চুলে, হাতে ধনুক নিয়ে দেবীর অসীম শক্তির প্রকাশ ঘটান তিনি। তাঁর চেহারায় একদিকে মাতৃত্ব, অন্যদিকে এক ভয়ানক দৃঢ়তা।
শুধু শ্বেতা নন, এই বছরের এই অনুষ্ঠানে মা কালীর মতো গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা রায়। তাঁকে দেখা যাবে মা কালীর চরিত্রে। শক্তির এক অন্য রূপেও তাঁকে ধরা পড়তে দেখা যাবে অনুষ্ঠানের পরবর্তী অংশে। এই খবর যদিও পুরোনো, তবে এবার প্রকাশ্যে এলো দেবী কাত্যায়নীর চরিত্রে কে অভিনয় করছেন। আর সেখানে আবার ফিরছেন আদরের রাইপূর্ণা, মানে আরাত্রিকা মাইতি। অর্থাৎ, এবার কাত্যায়নী রূপে দর্শকদের সামনে আসছেন তিনি।
টেলি দুর্গা প্রোডাকশনের তরফে সমাজ মাধ্যমে একটি বিশেষ ছবি শেয়ার করে জানানো হয়েছে এই নতুন রূপের পরিচয়। ক্যাপশনে লেখা হয়েছে, “হে মুনিবর, আমি এসেছি যদিও আমি সকল জীবের আদিজননী, তবু, আজ এই যজ্ঞকুণ্ড হতে প্রকাশিত হয়ে আমি আপনার কন্যা রূপে অবতীর্ণ হয়েছি, মহিষাসুর বধ উদ্দেশ্যে আমার এই আগমন। আজ হতে ত্রিভুবনে আমি কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী নামে প্রসিদ্ধ হব।” ছবিতে দেখা যায় সাদা বস্ত্র ও সোনালী অলঙ্কারে সজ্জিত দেবী কাত্যায়নী।
একজন সাধুর সামনে দাঁড়িয়ে আশীর্বাদ করছেন। সাধু অপরদিকে নতজানু হয়ে বসে আছেন দেবীর পায়ের কাছে। ছবি মধ্যেই লেখা, “ধরণীর ভার হরিতে আবার এলে মা আদ্যাশকতি…” — এই ঘোষণা যেন আগাম দুর্গাপুজোর আবহকে আরও বর্ণময় করে তুলেছে বাঙালির কাছে। আরাত্রিকার ভক্তরা তো বটেই, আপামর টেলিভিশন প্রেমীরাও অধির আগ্রহে অপেক্ষা করছেন দেবী রূপে অভিনেত্রীকে আরও একবার বরণ করে নিতে।