জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘নিজের বউকে বলুন… অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে হট বলতে হবে না’— কাঞ্চন-শ্রীময়ীর সৈকতযাত্রা ঘিরে তুমুল বিতর্ক, জবাবে ক্ষুব্ধ শ্রীময়ী!

সেলেব দম্পতির ব্যক্তিগত জীবনে চোখ রাখতে দর্শক দারুণ উৎসাহী। কখন কোথায় ঘুরতে গেলেন, কী পরলেন, কার সঙ্গে ছবি তুললেন—সবকিছুই যেন বিতর্কের খোরাক হয়ে উঠছে। আর যদি সেই দম্পতির একজন হন জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অপরজন হন তাঁর স্ত্রী তথা টেলি-অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ, তাহলে তো কথাই নেই! ঠিক এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবি ঘিরে।

সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন শ্রীময়ী। সেখানে দেখা যায়, সমুদ্র সৈকতের ধারে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী। অভিনেত্রীর পরনে ছিল ছুটি কাটানোর উপযুক্ত পোশাক। ছবিটি দেখে অনেকেই অনুমান করেছেন যে তাঁরা হয়তো থাইল্যান্ডের কোনও সৈকতে ঘুরতে গিয়েছেন। যদিও শ্রীময়ী ছবির লোকেশন স্পষ্ট করেননি। এই ছবি সামনে আসতেই নেটিজেনদের একাংশের কটাক্ষ শুরু হয়—কারও মতে, একজন জনপ্রতিনিধির এমন ছুটির ছবি ঠিক নয়, কেউ বা আবার মন্তব্য করেন, ‘বিধায়ক মহাশয়ের থেকে ঠিক কী শিক্ষা নেওয়া উচিত আমাদের?’

এমনই একটি মন্তব্যে এবার চুপ থাকেননি শ্রীময়ী। বরাবরই নিজের বক্তব্য স্পষ্টভাবে রাখতে অভ্যস্ত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারীর কটাক্ষের তীব্র জবাব দেন। তিনি লেখেন, “আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনও শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ, এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনও শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনও শিক্ষা দিতে পারেন।” এখানেই না থেমে অভিনেত্রী লেখেন, “তা হলে অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে তাঁকে ‘হট’ বলতে হবে না।” তবে এই তীব্র মন্তব্য কিছু সময় পরেই মুছে দেন শ্রীময়ী।

বিয়ের পর থেকেই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীময়ীর। কখনও ব্যক্তিগত সম্পর্ক, কখনও পেশাগত সিদ্ধান্ত—সবকিছুই সংবাদের শিরোনামে চলে আসে। সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ থেকে বিরতি নিয়েছেন তিনি। ঘনিষ্ঠ মহলের খবর, এই মুহূর্তে নিজের ছোট সন্তান এবং পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

সবকিছুর মাঝে একটি নতুন খবরও সামনে এসেছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই কোনও একটি রিয়্যালিটি শো-এ একসঙ্গে দেখা যেতে পারে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। যদিও এই খবর এখনও চূড়ান্ত নয়। তবে যা-ই হোক, ব্যক্তিগত জীবন নিয়ে যতই বিতর্ক থাকুক, শ্রীময়ী কিন্তু নিজের মত প্রকাশে সাহসী—সেটা আবারও প্রমাণিত হল সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক ঘটনায়।

Piya Chanda