জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Phulki: ‘আগুনটা তুই লাগিয়েছিলি রুদ্র’! ফুলকির জন্যই রোহিতের সামনে রুদ্রর মুখোশ ফাঁস

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি অন্যতম মেগা হল ‘ফুলকি’ (Phulki)। ধারাবাহিকে ফুলকি ও রোহিতের (Rohit) জুটি বেশ পছন্দ করছেন দর্শকরা। ফুলকি রোহিতকে ভালোবাসতে শুরু করেছে। যদিও রোহিত ও ফুলকির বিয়েটা পরিস্থিতির চাপে হয়েছিল। রোহিত কোনোদিন ফুলকিকে ভালোবাসেনি। তার মনে রয়েছে প্রাক্তন স্ত্রী শালিনী। তবে ফুলকির খেয়াল রোহিত সর্বদা রাখে। রোহিত চায় ফুলকি নিজের পায়ে দাঁড়াক।

এরমাঝেই পরিবারের চাপে ফুলকি রোহিতকে নিজের মনের কথা জানায়। রোহিত তখন ফুলকির উপর বিশাল রাগ করে। ফুলকি বুঝতে পারে, রোহিত শুধুই তার প্রাক্তন স্ত্রী শালিনীকে (Shalini) ভালোবাসে। এরপরই রুদ্র রোহিতকে মারার প্ল্যান করে। রুদ্র (Rudra) রোহিতকে সর্বদা সরানোর চেষ্টা করে। কারণ রুদ্র নিজে কোম্পানির মালিক হতে চায়। আর তাই রোহিতের নামে তার ভাইকে মারার বদনাম রুদ্রই রটায়।

পাশাপাশি ঘরের একটাই ছেলে রোহিত, তাই তাকে সরিয়ে সমস্ত সম্পত্তির মালিক রুদ্র হতে চায়। বাড়ির কেউ জানে না, রুদ্রের আসল রূপ। কিন্তু ফুলকি একটু হলেও রুদ্রকে সন্দেহ করে। এদিকে রুদ্রর নজর ফুলকির দিকেই ছিল প্রথমদিন থেকে। তবে বর্তমানে ফুলকি যেহেতু বারংবার পরিবারের সকলকে বিপদ থেকে বাঁচাচ্ছে, তাই ফুলকিকে তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে রুদ্র। এরমধ্যেই রোহিতকে মারার আরও একটা প্ল্যান করে সে।

রোহিত যখন অফিসে ছিল, তখন রুদ্র সেই অফিসে আগুন ধরিয়ে দেয়। অফিসের অর্থাৎ দোকানের সকল জিনিস পুড়ে যায়। রোহিত সেই অফিসেই আটকে পরে। এমনসময় ফুলকি সেখানে এসে উপস্থিত হয়। ফুলকি রুদ্রকে দেখে ফেলে কিন্তু মুখে চাপা দেওয়ার জন্য ভালো করে চিনতে পারে না। নিজের জীবনকে বাজি রেখে ফুলকি রোহিতকে বাঁচায়। যা দেখে অবাক হয়ে যায় রোহিত। এতো ছোট এক মেয়ের এই দুঃসাহস দেখে রোহিত ফুলকির দিকে চেয়ে থাকে।

রোহিতকে কোনোরকমে বাইরে বের করে ফুলকি সেখানেই অসুস্থ হয়ে পরে। রোহিত ফুলকিকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। রুদ্রের প্ল্যান আবারও বিফলে যেতে এবার রুদ্র রেগে যায়। তবে ফুলকি রোহিতকে জানায়, যে আগুন লাগাচ্ছিল তাকে অনেকটা জামাইবাবু অর্থাৎ রুদ্রের মতো দেখতে। এমন কথা শুনে রুদ্র অবাক হয়ে যায়। তবে কি এবার রোহিতের মনের রুদ্রকে নিয়ে সন্দেহের দানা বাঁধবে? নাকি তারমাঝেই রোহিতের স্ত্রী শালিনীর আগমনে গল্পে এক নতুন ট্যুইস্ট আসতে চলেছে?

Ratna Adhikary

                 

You cannot copy content of this page