জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নায়িকার সমান জনপ্রিয়তা পেতে স্বয়ম্ভুর চরিত্রের গুরুত্ব ছেঁটেছেন কৌশিকী ‘রূপসা’, অভিযোগ উঠতেই তেলে বেগুনে জ্বললেন অভিনেত্রী

বাংলা টেলিভিশনের অন্যতম দীর্ঘমেয়াদি এবং জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ বর্তমানে দু-বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করে চলেছে। অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের অনবদ্য অভিনয়ের কারণে ধারাবাহিকটি বারবার বেঙ্গল টপার হয়েছে। তবে শুরুর দিন থেকেই এক চরিত্র নিয়ে বিতর্ক চলছেই—সেটি হলো কৌশিকী মুখোপাধ্যায়ের চরিত্র, যেখানে অভিনয় করছেন রূপসা চক্রবর্তী।

ধারাবাহিকের দর্শকদের একাংশের মতে, গল্পে নায়ক স্বয়ম্ভূর তুলনায় তার দিদি কৌশিকির চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই অভিযোগের পেছনে অন্যতম কারণ হিসেবে রূপসার ব্যক্তিগত জীবনকে টেনে আনা হয়, কারণ তিনি ধারাবাহিকের কাহিনিকার ও প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী। অনেকে মনে করেন, এই সম্পর্কের কারণেই তার চরিত্রকে অতিরিক্ত প্রাধান্য দেওয়া হচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে রূপসা চান দর্শক যেন নায়ক-নায়িকা জুটিকে ভুলে গিয়ে তার চরিত্র নিয়েই বেশি আলোচনা করে। এমনকি নায়ক স্বয়ম্ভূর জায়গা কৌশিকী দখল করতে চাইছে বলেও কটাক্ষ করা হয়েছে। ধারাবাহিকের কাহিনিতে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূর রসায়নের মাঝে কৌশিকি যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে—এমনটাই মনে করছেন অনেক দর্শক।

এই সমস্ত সমালোচনার জবাব দিতে এবার মুখ খুললেন রূপসা চক্রবর্তী। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “আজ বাধ্য হয়ে এই পোস্ট শেয়ার করলাম। এ ধরনের ভুলভাল মন্তব্য অনেকদিন ধরেই দেখছি, এমনকি কয়েকজনকে ব্লকও করেছি। এর মধ্যে ‘তানিয়া সুলতানা’ নামের একটি ভুয়ো প্রোফাইল বিশেষভাবে সক্রিয়। কিন্তু সত্যি করে বলুন, আপনাদের কি মনে হয় আমি নায়কের জায়গা দখল করেছি? যদি লেখক মূর্খ হতেন, তাহলে কি ‘জগদ্ধাত্রী’ ৩৯ বার বেঙ্গল টপার হতে পারত? বা ধারাবাহিকটি এতদিন ধরে দর্শকদের ভালোবাসা পেত?”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে এই ধরনের মন্তব্য দেখে আজ বাধ্য হয়ে আপনাদের মতামত জানতে চাইলাম। যদি আমার অভিনয়ে বা চরিত্রের উপস্থাপনায় কোনো খামতি থেকে থাকে, তবে নিশ্চয়ই বলবেন।”

বর্তমানে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের গল্পে এসেছে ২০ বছরের লিপ। এখন জগদ্ধাত্রী হুইলচেয়ার বন্দি, স্বয়ম্ভূর বয়সের ছাপ স্পষ্ট, আর তাদের মেয়ে দুর্গা কাহিনির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই নতুন অধ্যায়েও কৌশিকী চরিত্রের গুরুত্ব অপরিবর্তিত রয়ে গেছে। ফলে এই বিতর্কের সমাপ্তি হবে কি না, তা সময়ই বলবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page