জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গান শুনে চোখে জল জোজোর, অনুরাগীকে বুকে টেনে নিলেন তিনি! গায়িকার ব্যবহারে প্রশংসায় পঞ্চমুখ সবাই

বাংলার সংগীত শিল্পী জোজো মুখোপাধ্যায় (Jojo Mukhopadhyay) নিজের সংগীত দ্বারা মুগ্ধ করেছেন শ্রোতাদের। বিভিন্ন সময় তিনি তাঁর একাধিক গানে মন জয় করে নিয়েছেন সবার। তবে শুধুই সংগীত নয়, তাঁর ব্যবহার প্রশংসিত হয়েছে সর্বত্র। তিনি নরম মনের গায়িকা। এবার তাঁর বিশেষ ব্যবহার দেখে প্রশংসায় পঞ্চমুখ সবাই।

বিভিন্ন সময় দেখা যায় সংগীত শিল্পীদের তাঁদের অনুরাগীদের প্রতি ব্যবহার আলোচনার কেন্দ্রে চলে আসে। অনুরাগীদের প্রতি কড়া ব্যবহার কিংবা তাদের এড়িয়ে যাওয়া বিতর্কের কারণ হয়। তবে এমন অনেক শিল্পীরা রয়েছেন যারা তাদের অনুরাগীদের গুরুত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। তাঁদের তালিকায় রয়েছে কলকাতা কিংবা মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীরা।

গায়িকা জোজো বাংলার পপ গায়িকা। যাঁর গান শোনার জন্য কার্যত মুখিয়ে থাকেন সঙ্গীতপ্রেমী রা। শিল্পী হিসেবে তিনি যেমন নাম করেছেন, ঠিক তেমনভাবেই তিনি বিচারকের আসনও অলংকৃত করেছেন। ব্যক্তিগত জীবনে গায়িকা জোজো মুখোপাধ্যায়ের দুই সন্তান। এক মেয়ে ও এক ছেলে। মেয়ের পর দত্তক পুত্র নিয়ে নজির গড়েছেন
তিনি।

জোজো কন্যা বাজোর পর গায়িকার এক পুত্র আদি। সে এখনও অনেকটাই ছোট। ২০২১-এ এই পুত্র সন্তানকে দত্তক নিয়েছিলেন গায়িকা। তবে এই নিয়ে লোকজনের কৌতুহলের শেষ ছিল না।শুধু তাই নয়, ছেলের গায়ের রং নিয়েও কিছু লোকজন নানান কথা বলেছিলেন। তাঁদের উদ্দেশ্যে গায়িকা জোজোর স্পষ্ট বার্তা ছিল, ‘এধরনের কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেব’। তবে গায়িকা কোনও দিনই লোকে কে কী বলবে, তা নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ।

তবে সম্প্রতি একটি বিশেষ কাজের জন্য নজির গড়লেন গায়িকা। দেখা গেল গায়িকা নিজের অনুরাগীকে বুকে জড়িয়ে নিলেন কারণ তাঁর গান শুনে তিনি মুগ্ধ। চোখে জল এসেছে তাঁর। আর জোজোর এই ব্যবহার প্রসংশিত হল সর্বত্র।

Piya Chanda

                 

You cannot copy content of this page