জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘জগদ্ধাত্রী’র বিদায়, কিন্তু রূপসার নয়! নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’তে দর্শকের আলোচনায় একাই তিনি! প্রেমের গল্প বলে শুরু, কিন্তু নজর কাড়ল আইপিএস কাজল ঘোষ! জগদ্ধাত্রীর কৌশিকীর মতো এই গল্পে কি তিনিই আসল নায়িকা? প্রশ্ন দর্শকদের

জি বাংলার দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) আজ সত্যিই এক বিশেষ মোড়ে দাঁড়িয়ে। তিন বছরেরও বেশি সময় ধরে যে ধারাবাহিক দর্শকদের অভ্যাসে পরিণত হয়েছিল, আজ সন্ধ্যা ৭:৩০ তার শেষ পর্ব সম্প্রচারিত হতে চলেছে। টিআরপি তালিকায় নিয়মিত শীর্ষ পাঁচে থাকা এই গল্প শুধু একটি ক্রাইম থ্রিলার ছিল না, অনেকের কাছে তা ছিল আবেগ আর পরিচিত মুখদের সঙ্গে গড়ে ওঠা এক নীরব সম্পর্ক। জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূর গল্প যতটা না রহস্যে ভরা ছিল, তার থেকেও বেশি ছিল চরিত্রদের ঘিরে দর্শকদের অনুভূতি।

এই ধারাবাহিকের যাত্রাপথে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কৌশিকি মুখার্জিকে নিয়ে। ‘রূপসা চক্রবর্তী’র (Rupsha Chakraborty) অভিনীত এই চরিত্র শুরু থেকেই আলাদা নজর কেড়েছে। একদিকে যেমন অভিযোগ উঠেছিল, গল্পে তাঁর উপস্থিতি নায়ক-নায়িকার থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে। তেমনই অন্যদিকে বহু দর্শক মনে করেছেন, এই গুরুত্ব আদায় করে নেওয়ার পেছনে রয়েছে তাঁর সাবলীল অভিনয়। নেটদুনিয়ায় বারবার উঠেছে স্বজনপোষণের অভিযোগ, কারণ রূপসা প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী।

তবে সমালোচনার মাঝেও একটা বিষয় অস্বীকার করা যায় না, কৌশিকি চরিত্রটা দর্শকের মনে দাগ কেটেছে আর সেটার বড় কারণ অভিনেত্রীর পর্দার বিশ্বাসযোগ্যতা। কিছুদিন আগেই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্নেহাশিস চক্রবর্তীর বাড়ির কিছু ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের আলোচনা তুঙ্গে উঠেছিল। পুজোর সাজে রূপসার উপস্থিতি অনেককেই নতুন করে ভাবিয়েছে। কেউ লিখেছিলেন, তাঁকে ঘিরেই আলাদা ধারাবাহিক হওয়া উচিত। আবার কেউ মনে করেছিলেন, মধ্যবয়সী পারিবারিক গল্পে তাঁকে নায়িকা হিসেবে দেখলে মন্দ হয় না।

এদিকে ‘জগদ্ধাত্রী’ শেষ হতে না হতেই একই প্রযোজনা সংস্থা নিয়ে এসেছে নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’। এক সপ্তাহ আগে শুরু হওয়া এই গল্পের মূল ভাবনা তরুণ প্রজন্মের প্রেম। কিন্তু আশ্চর্যের বিষয়, দর্শকদের আলোচনায় প্রেমিক-প্রেমিকার থেকেও বেশি জায়গা করে নিয়েছেন রূপসা চক্রবর্তী। এই ধারাবাহিকে তিনি আইপিএস অফিসার কাজল ঘোষ, নায়িকার মা। চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও অনেকেই বলছেন, গল্পের চালিকাশক্তি যেন তিনিই!

অনেক দর্শকের মতে, প্রেমের গল্প বলে শুরু হলেও পর্দায় বেশি করে দেখা যাচ্ছে অপরাধ তদন্ত আর পুলিশের মহিমা। ফলে স্বাভাবিকভাবেই কাজল ঘোষের চরিত্রটাই মুখ্য হয়ে উঠছে। এমনকী কেউ কেউ মজা করে বলছেন, ঘোষিত নায়িকা অন্য কেউ হলেও আসল নায়িকা নাকি রূপসাই! ‘জগদ্ধাত্রী’ বিদায় নিলেও, রূপসা চক্রবর্তীর উপস্থিতি যে এখনও বাংলা টেলিভিশনের আলোচনার কেন্দ্রে, তা নতুন ধারাবাহিকের প্রতিক্রিয়াই স্পষ্ট করে দিচ্ছে। আপনাদের কী মতামত? জানাতে ভুলবেন না কিন্তু!

Piya Chanda

                 

You cannot copy content of this page