জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আর রক্ষা নেই! গয়না লুটে শুরু হয়েছিল বদলা, সেই গয়নাই কাল হলো নিশার! গয়না সমেত জিৎ বসুর কাছে হাতে-নাতে ধরা পড়ল সে! ‘জোয়ার ভাঁটা’য় শেষমেশ ফাঁস নিশার অন্যায় ষড়যন্ত্র, উজি কি পাশে দাঁড়াবে দিদির?

জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’য় (Jowar Bhanta) উজি এবার সত্যের পথে বড় পদক্ষেপ রাখছে আর তাতেই শুরু হতে চলেছে দুই বোন নিশা এবং উজির সংঘাত! বেশ কয়েকমাস আগে শুরু হওয়া এই ধারাবাহিক, টিআরপি তালিকায় আশানুরূপ ফল করতে না পারলেও একাংশের দর্শকদের প্রিয় ধারাবাহিকের তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছে। আবারও নাকি আসছে নতুন মোড়, যার অপেক্ষায় ছিলেন দর্শকরা!

এই ধারাবাহিকে বহুদিন পর ছোটপর্দায় ফিরেছেন শ্রুতি দাস, সেই সঙ্গে ‘মিঠিঝোরা’ শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে ফিরেছেন আরাত্রিকা মাইতিও। এই গল্পে তাঁরা দুই বোন উজি ও নিশা, যারা নিজের বাবার অকাল মৃ’ত্যুর বদলা নিতে ছদ্মবেশে কলকাতায় আসে আসানসোল ছেড়ে। নিশার কাছে তার বাবার খুনি ঋষি ব্যানার্জি এবং তার পরিবার। তাই পরিকল্পনা করে উজির বিয়ে দেয় ঋষির সঙ্গে, তাদের ক্ষতি করবে বলে।

বিয়েরদিন নিশা ঋষির দিদির সোনার গয়নার ফ্যাক্টরিতে ডাকাতি করে ১২ কোটি টাকার গয়না লুট করে, কিন্তু পুলিশের কাছে ধরা পড়ার ভয়ে নাকি সেই গয়না নিজের কাছে রাখতে পারে না সে! এদিকে বদলা নেওয়ায় জায়গায় উজি দিন দিন ঋষির প্রতি দূর্বল হয়ে পড়ছে, ঋষি যে নির্দোষ সেটাও বুঝতে পারছে সে এবার। এদিকে, ঋষির ডিজিটাল লকার হ্যাক করে নিশা সমস্ত টাকা এবং ব্যবসার নথি চুরি করে নেয়। এই নিয়ে যথেষ্ট অসন্তোষ উজির মনে।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হচ্ছে, একদিকে বাড়িতে নারায়ন পুজোর আয়োজন হয়েছে ঋষির মঙ্গল কামনায়। অন্যদিকে, পুলিশ ঋষিকে গ্রেপ্তার করতে আসছে কর্মচারীদের টাকা না দেওয়ায় অভিযোগে। উজি ঋষিকে প্রতিজ্ঞা করে যে কিছুতেই জেলে যেতে দেবে না। ধারাবাহিকের সিদ্য প্রকাশিত প্রোমোতে দেখা গেল, উজি ঋষির টাকা ফিরিয়ে দিতেই নিশার রাগে ফেঁটে পড়ছে আর ঋষি ভাবছে যে উজির প্রার্থনার এর জোর যে টাকা ফিরে এলো।

আরও জানা গেল যে সেই ডাকাতি করা গয়না এতদিন নিশার কাছেই ছিল! সে এবার ওগুলো বিক্রি করবে বলে, ভানুকে লোক দেখতে বলে। তারপর ছদ্মবেশে একটা চোর-বাজারে গিয়ে ওঠে। নিশা আলিশা বেগম সেজে গয়না বেচতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত যে কিনবে, সে আর কেউ নয় বরং ছদ্মবেশে অফিসার জিৎ বসু! ‘জোয়ার ভাঁটা’য় আসছে দমদার দুই পর্বে, আগামী ১৫-১৬ ডিসেম্বর। অবশেষে নিশা কি পেতে চলেছে তাঁর অন্যায়ের শাস্তি? নাকি আবারও উজি দিদিকে বাঁচিয়ে নেবে?

Piya Chanda