জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“নিশার চোখে চোখ রেখে ঋষির হয়ে লড়ছে, এমনই তো হওয়া উচিত গল্পের নায়িকা!” উজি স্পষ্ট কথা, ঋষি কোনও অন্যায় করেনি! নিশার সামনে উঠে এলো আসল সত্যি! ‘জোয়ার ভাঁটা’য় ঋষির সততা প্রমাণ উজির দৃঢ় অবস্থান, মন কাড়ছে দর্শকদের!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) আজকের পর্বে গল্পটা যেন নতুন এক মোড় নিল। যেখানে উজির ভেতরের টানাপোড়েনটাই যেন সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একদিকে বাবার স্মৃতি আর ন্যায়বোধ তাকে তাড়া করে বেড়াচ্ছে, আবার অন্যদিকে ঋষির দেওয়া সেই স্পষ্ট স্বীকারোক্তি যে, সে কখনও অন্যায় করেনি, উজির মনকে আরও দ্বিধায় ফেলে দিয়েছে। ঠিক এই জায়গাটাতেই গল্পে এসেছে সেই বহু প্রতীক্ষিত মোড়! কারণ উজি আর অন্যায় করতে চায় না। সে বুঝে পেরেছে ঋষি নির্দোষ তাই সত্যিটা বের করবেই, যত কঠিনই হোক!

এদিকে থানার ভেতরের পরিস্থিতিও কম জটিল নয়। শিবনারায়ণ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও, নিশার আনা উকিল পরিস্থিতি ঘুরিয়ে দেয়। মানসিক অসুস্থতার অজুহাতে প্রশ্নোত্তরের গতি থামিয়ে দেওয়া হয় আর এতে তদন্তকারীরাও বিরক্ত হন। শিবনারায়ণের অসংলগ্ন উত্তর সন্দেহ বাড়ালেও, আইনগত বেড়াজালে সবকিছু আটকে যায়। তবে, জিৎ বসু চুপ করে থাকার লোক নয়। সে খবর রটাতে বলে যে, ঋষিরা অনেক টাকার সম্পত্তি বিক্রি করছে। যাতে অপরাধীরা আবার অপরাধের সুযোগ খুঁজতে গিয়ে জালে পরে।

এদিকে নিশা চাপে রয়েছে আর সেই চাপ সামলাতে গিয়েই সে আরও শক্ত মুখোশ পরে নিচ্ছে। অন্যদিকে, উজি নিজের সিদ্ধান্তে অটল। সে বুঝতে পারে যে ঋষিদের টাকা উদ্ধার না হলে শুধু একটা পরিবার নয়, অনেক নিরীহ মানুষের ক্ষতি হয়ে যাবে। নিশার সঙ্গে মুখোমুখি হওয়ার দৃশ্যে আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্তটা তৈরি হয়। উজি স্পষ্টভাবে বলে দেয়, ঋষি জানেই না যে তাদের বাবাকে ঠকানো হয়েছে, টাকা দেওয়া হয়নি বা তিনি মারা গেছেন। উজির বিশ্বাস, ঋষির নাম ব্যবহার করে কাছের কোনও খারাপ মানুষ এই ষড়যন্ত্র করেছে!

এই যুক্তিটাই যেন সামনে এক নতুন সত্যের দরজা খুলে দেয়। এই কথাগুলো বলার সময় উজির চোখে যে দৃঢ়তা আর মানবিকতা ছিল, সেটাই দর্শকদের মন ছুঁয়ে যায়। সে শুধু দিদির বিরুদ্ধে দাঁড়ায়নি, বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। ঋষির হাত ধরে বলা সেই কথা, ‘আমি কখনও কাউকে ঠকাইনি’, উজির মনে এতটাই গভীর ছাপ ফেলেছে যে সে আর শাস্তির পথে যেতে রাজি নয়। তার চোখে ঋষি অপরাধী নয়, বরং এই পুরো ঘটনার এক অজানা শিকার। ঋষির চোখে যে সততা দেখেছে, উজি ঠিক করে, আর কোনও অন্যায় করবে না তার সঙ্গে।

নিশার চোখে চোখ রেখে উজির এই দৃঢ় অবস্থান, আজকের পর্ব নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াতেও স্পষ্ট। অনেকেই বলছেন, উজির এই সংলাপ আর অবস্থান গল্পটাকে এবার নতুন গতি দেবে। কেউ লিখছেন, “উজির এই কথাটা মন কেঁড়ে নিলো!” আবার কেউ বলছেন, “এমনই তো হওয়া উচিত গল্পের নায়িকা, নিশার সামনে দাঁড়িয়ে কিভাবে ঋষির পক্ষ নিল!” সব মিলিয়ে, উজির ন্যায়ের পথে প্রথম দৃঢ় পদক্ষেপ উৎসাহ বাড়াচ্ছে আগামী নিয়ে নতুন করে।

Piya Chanda

                 

You cannot copy content of this page