জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“পাড়ার দুর্গাপুজোতেই যখন রাজনীতি চলে, তখন টলিউডে পলিটিক্স থাকবে না?” — ইন্ডাস্ট্রির অন্দরমহলের বাস্তবতা ফাঁস করলেন সিরিয়ালের ‘ভি’লেন’ স্বাগতা মুখার্জী! তবে কি ইন্ডাস্ট্রির কাজ পাওয়ার নেপথ্যে লুকিয়ে আছে অন্য খেলা? কি জানালেন অভিনেত্রী?

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরমহল বরাবরই রহস্যে ঘেরা। বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ভিতরে ঢুকলে ছবিটা অনেকটাই আলাদা। কাজ পাওয়া, ছবি মুক্তির সময় ঠিক হওয়া কিংবা প্রচারের জায়গা—সবকিছুর পিছনেই কাজ করে নানা অদৃশ্য সমীকরণ। ইন্ডাস্ট্রির অন্দরে ক্ষমতার ভারসাম্য, সম্পর্কের রাজনীতি আর প্রভাবশালীদের দাপট—এই সব মিলিয়েই তৈরি হয় এক জটিল বাস্তবতা, যার মুখোমুখি প্রায় প্রতিদিনই হতে হয় শিল্পীদের।

এই বাস্তবতার মধ্যেই বছরের পর বছর ধরে নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী স্বাগতা মুখার্জী। বাংলা সিরিয়ালে ‘ ভিলেন’ চরিত্রে তাঁকে দর্শক যতটা ভয় পেয়েছে, বাস্তবে তিনি ততটাই স্পষ্টভাষী। ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা, নানা চরিত্রে অভিনয়—সব মিলিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহল তিনি কাছ থেকে দেখেছেন।

স্বাগতা এমন একজন শিল্পী, যিনি শুধুমাত্র চরিত্রের মধ্যে সীমাবদ্ধ নন, বরং ইন্ডাস্ট্রির চলমান পরিস্থিতি নিয়েও নিজের মত প্রকাশ করতে ভয় পান না। সহকর্মীদের কাজ পাওয়া-না পাওয়া, রাজনৈতিক পরিচয়ের প্রভাব, নিরপেক্ষ শিল্পীদের ভবিষ্যৎ—এই সব বিষয় তাঁকে ভাবায়। তাই যখন টলিউডের রাজনীতি নিয়ে প্রশ্ন ওঠে, তখন তাঁর বক্তব্য গুরুত্ব পায়।

এই প্রসঙ্গে স্বাগতা মুখার্জী বেশ খোলাখুলি ভঙ্গিতেই কথা বলেন। তিনি বলেন, “পাড়ার দুর্গাপুজোতে যদি রাজনীতি হয়, তাহলে ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকবে না—এটা ভাবাই অবাস্তব।” তাঁর মতে, টলিউডও সমাজেরই একটা অংশ, তাই এখানে ক্ষমতা, যোগাযোগ আর প্রভাব কাজ করবেই। কে কাকে চেনে, কে কার সঙ্গে ওঠাবসা করে—এই সমীকরণ অনেক ক্ষেত্রেই কাজ পাওয়া বা কাজ হাতছাড়া হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তবে তিনি এটাও মনে করিয়ে দেন, এই বাস্তবতা নতুন নয়, বহু বছর ধরেই ইন্ডাস্ট্রিতে এই ধারা চলে আসছে।

তবে শুধুই রাজনীতির জন্য সব কিছু আটকে যায়—এমন ধারণায় বিশ্বাসী নন স্বাগতা। তাঁর বক্তব্য, রাজনৈতিক প্রভাব থাকলেও শেষ পর্যন্ত দর্শক এবং কাজই শিল্পীর আসল পরিচয়। “রাজনীতি সবাই করে, কিন্তু দিনের শেষে সেটে দাঁড়িয়ে কাজটা তো আপনাকেই করতে হবে,” বলেন তিনি। তাই কারও সঙ্গে মত না মিললেও বা নির্দিষ্ট কোনও শিবিরে না থাকলেও, নিজের কাজের প্রতি সৎ থাকাই সবচেয়ে বড় লড়াই।

Piya Chanda

                 

You cannot copy content of this page