প্রায় এক মাস আগে স্টার জলসায় এসেছিল নতুন এক ধারাবাহিকের প্রোমো। মুখ্য ভূমিকায় থাকছেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। শুটিংয়ের কাজ শুরু হয়েছে কিছুদিন আগে থেকেই। এরপর থেকে প্রতিদিন স্টার জলসার ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দেখা যেত এই ধারাবাহিকের বিভিন্ন থাম্বনেইল এবং তলায় লেখা আসছে। দীর্ঘ এক মাস ধরে এই আসছে আসছে দেখানোতে বিরক্ত বোধ করছিলেন দর্শকরা। কারণ প্রতীক সেন আর দেবচন্দ্রিমা সিংহ রায় দুজনের ভক্ত সংখ্যা অনেক বেশি।
এই দু’জনকে জুটি হিসেবে দেখতে মানুষের মন উদগ্রীব হয়ে রয়েছে। তারপর কনসেপ্ট ভীষণ ইউনিক। যেমন প্রতীক সেন বাংলার একজন নামকরা গায়ক কিন্তু একটি দুর্ঘটনায় সে তার পা হারিয়েছে, অন্যদিকে দেবচন্দ্রিমা সিংহ রায় একজন পিয়ন। একজনের নাম সাহেব আর আরেকজনের নামে চিঠি। কীভাবে দুজনের মধ্যে প্রেম গড়ে উঠবে এটাই দেখাবে ধারাবাহিক।
অবশেষে আজ সকাল বেলায় ঘোষণা করা হলো এই ধারাবাহিকের নতুন টাইম স্লট। যা দেখে বেজায় খুশি দর্শকরা। খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই পরিবর্তন করা হয়েছে। শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক গ্রামের রানী বীণাপাণি। তবে কি সেই জায়গায় নিয়ে আসা হল সাহেবের চিঠিকে?
না, সাহেবের চিঠিকে দেওয়া হয়েছে সন্ধ্যে সাড়ে ছ’টার সময়। আগামী ২৭শে জুন থেকে সাহেবের চিঠি দেখানো হবে সোম থেকে রবি সন্ধ্যা সাড়ে ছয়টায়।বৌমা একঘর চলে যাচ্ছে রাত সাড়ে দশটায়। এবার জমবে মজা, বলছেন নেটিজেনরা।
কারণ বৌমা একঘর গিয়ে যমুনা ঢাকিকে হারিয়ে দিতেও পারে। অন্যদিকে প্রতীক দেবচন্দ্রিমার বিরুদ্ধে বিশ্বজিৎ ঘোষ এবং আরাত্রিকা মাইতি দাঁড়াতে পারবে বলে মনে হয় না, মত নেটিজেনদের। তাই এবার লড়াই হাড্ডাহাড্ডি।অন্যদিকে আশা করা যাচ্ছে যে সাহেবের চিঠি গাঁটছড়াকে ভালো সাপোর্ট দেবে। ঋদ্ধিমান খড়ির ধারাবাহিকের টিআরপি বাড়বে। বলা যায় এক ঢিলে অনেকগুলো পাখি মেরে দিল স্টার জলসা।