জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘স্বামী হওয়ার যোগ্যতা তো নেই, প্রফেসর হয়ে পেশা আর ব্যক্তিগত জীবনকেও আলাদা করতে জানে না’! মেঘের সঙ্গে নীলের ব্যবহার দেখে আবার রেগে খাপ্পা দর্শক

এতবার ধরা পড়ে যাওয়ার পরও ফের ময়ূরী আবার মেঘকে মিথ্যা দোষে ফাঁসানোর চেষ্টা করল। মিথ্যা অপবাদে মেঘকে আবার শ্বশুরবাড়িতে অপমানিত হতে হল। এবার রূপের সঙ্গে হাত মিলিয়ে মেঘকে বদনাম করল ময়ূরী। গিনিকে বাঁচাতে গিয়ে মেঘ আবারও শ্বশুরবাড়িতে সকলের কাছে খারাপ হয়ে গেল। আগেই মেঘকে সমস্যায় ফেলার সুযোগ পেয়ে রূপের সঙ্গে মেঘের নাম জোড়ায় ময়ূরী। আর তাতেই নীল আগেই মেঘের সঙ্গে খারাপ ব্যবহার করে চলেছিল। তবে মেঘ এবার সকলের সামনে নিয়েছে মারাত্মক সিদ্ধান্ত।

নীলের সঙ্গে মেঘের ডিভোর্স

আর নয়, এবার চিরতরে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিল মেঘ। নীলকে দিতে চলেছে ডিভোর্স। শুধু তাই নয়, ডিভোর্সের পাশাপাশি নীলের সঙ্গে ময়ূরীর বিয়েটাও নিজে হাতে দেবে মেঘ, এমনটাই প্রতিজ্ঞা করেছে সে। উল্লেখ্য, মেঘের বাপেরবাড়ির পাড়ার এক লম্ফোট ছেলের সঙ্গে নীলের বোন গিনির সম্পর্ক রয়েছে। আর তাই মেঘ সেই সম্পর্ক নিয়ে খুবই চিন্তিত। মেঘ চায় না গিনি এই সম্পর্কে থাকুক। তাই বারংবার মেঘ গিনিকে সাবধান করেছে। কিন্তু মেঘের কথা কেউই বিশ্বাস করেনি। আমরা জানি, শ্বশুর ও ঠাম্মি ছাড়া মেঘকে গাঙ্গুলি বাড়ির বউ হিসাবেও মানতে চায় না কেউ।

তবুও মেঘ সর্বদা শ্বশুরবাড়ির লোকজনকে নিজের ভেবে আগলে রাখার চেষ্টা করে। চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। শুরু হওয়ার সাথে সাথে বড় লিপ নেওয়ার কথাও উঠেছে এই ধারাবাহিকের। ধারাবাহিকে দুই বোনের মধ্যে বড় বোন অসুস্থ এবং ছোট বোন নিজের জীবন স্যাক্রিফাইস করে দিদিকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তারপরও বড় বোন ময়ূরী ছোট বোন মেঘকে পদে পদে বিপদে ফেলে। এমনকি তার নাম মিথ্যা অপবাদ দিয়ে তার সংসার ভাঙতে চেয়েছে বারংবার।

শ্বশুরবাড়ির প্রায় সকলেই আবার ময়ূরীর উপর বিশ্বাস রাখে। নীলের বোন গিনিও মেঘকে একেবারেই সহ্য করে না। আর তাই স্বাভাবিক ভাবেই মেঘের কথায় পাত্তা দেয় না গিনি। এদিকে রূপ গিনির বাড়িতে এসে মিষ্টি কথায় সকলকে ইমপ্রেস করে। যখন গিনির রুমে রূপ যায়। সেসময় গিনি ও বাড়ির সকলের অবর্তমানে ময়ূরী চালাকি করে মেঘকে রূপের ঘরে পাঠায়। আর তখনই রূপ মেঘের গায়ে হাত দেয়, বাজে ব্যবহার করে মেঘের সঙ্গে। মেঘ ও রূপকে ঘনিষ্ঠ ভাবে দেখে সকলে এটাই ভেবে নেয় মেঘের চরিত্র খারাপ। তবে ময়ূরী মেঘের চোখকে ফাঁকি দিতে পারেনি। সে বুঝতে পেরেছে ময়ূরী ইচ্ছা করে মেঘকে সেখানে পাঠিয়েছিল। ইচ্ছা করে সেই পরিস্থিতি তৈরী করে মেঘকে বদনাম করতে চেয়েছিল।

আরও পড়ুনঃ ‘এবার যদি মিশকা ধরা না পড়ে, তাহলে বুঝবো পরিচালককেও টাকা খাইয়েছে মিশকা’! সোনাকে কিডন্যাপ করতেই সিরিয়াল বয়কট করছে দর্শক

কলেজে নীলের মুখোমুখি মেঘ

এরপর কলেজে নীলের মুখোমুখি হয় মেঘ। যদিও কলেজে অনেকের মধ্যেই রটে গিয়েছে মেঘের নীলের সঙ্গে কিছু কারণে বচসা হয়েছে। কিন্তু নীল একজন শিক্ষক হয় কলেজের সকল শিক্ষার্থীদের সামনে মেঘকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করল। রোল কলের সময় মেঘকে বলে, ‘এখানে মেঘ রয় কেন?’ শুধু তাই নয় সকলকে এও জানিয়ে দেয় সে, যে মেঘ আজ থেকে মেঘ রয় নয়, মেঘ গাঙ্গুলি। নীলের এরূপ ব্যবহার দেখে মেঘ রেগে যায়। তবে কি নীলের এই কথার যোগ্য জবাব দিতে পারবে মেঘ? জীবনের এই নতুন মোড়ে মেঘ কিভাবে নিজেকে সামলাবে, তাই দেখার অপেক্ষায় দর্শক। তবে একজন অধ্যাপক হয়ে মেঘের প্রতি ক্লাসরুমে এরূপ ব্যবহার দেখে ছিঃ ছিঃ করছেন দর্শক।

Ratna Adhikary

                 

You cannot copy content of this page