জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘উজি-ঋষি যদি ‘জোয়ার ভাঁটা’র প্রাণ হয়, তবে নিশা হচ্ছে আত্মা!’ ‘নিশা চরিত্রটাকে এমন ফুটিয়ে তুলেছে যেন পর্দা নয়, আমাদের চারপাশের কোনও বাস্তব মানুষ!’– শ্রুতির অভিনয়ে মুগ্ধ দর্শকরা! তাঁর চাহনি, সংলাপ বলার ধরন যেন আলাদাই গভীরতা এনে দিয়েছে গল্পে! প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) এখন বাংলা ধারাবহিকগুলির মধ্যে চর্চার শীর্ষে থাকে সব সময়। ধারাবাহিকের গান থেকে শুরু করে, প্রতিটা পর্বে টানটান উত্তেজনা যেন আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে ধারাবাহিকটিকে। বিশেষ করে বর্তমান কিছু পর্ব নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল রীতিমতো চোখে পড়ার মতো। বলতেই হয়, খুব অল্প সময়ে ‘শ্রুতি দাস’ (Shruti Das) এবং ‘আরাত্রিকা মাইতি’ (Aratrika Maity) নিশা এবং উজি চরিত্রে সেরা হয়ে উঠেছেন।

তবে, সামান্য একটা ধারাবাহিক নিয়ে কেন এত আলোচনায়? তার উত্তর খুঁজলে দেখা যাবে, গল্পের সঙ্গে জড়িয়ে আছে এক ধরনের টানটান আবহ রয়েছে। দর্শকেরা শুধু গল্প নয়, চরিত্রগুলোর ভেতরের দ্বন্দ্ব, ছোট ছোট মুহূর্তের আবেগ আর অভিনয়ের সূক্ষ্ম প্রকাশগুলো নিয়েও মুগ্ধতা প্রকাশ করছেন বারবার। সাম্প্রতিক কিছু পর্ব তো এমন ছিল, যেগুলো ঘিরে উত্তেজনা টিভির পর্দা পেরিয়ে সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

এই ধারাবাহিকের সবচেয়ে আলোচিত দিক নিঃসন্দেহে শ্রুতি দাসের অভিনয়। ‘নিশা’ বা ‘বিভা’ যেই নামেই ডাকুন, চরিত্রটাকে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন পর্দার চরিত্র নয়, আমাদের চারপাশের কোনও বাস্তব মানুষ! তার চোখের দৃষ্টি থেকে হাঁটার ভঙ্গি এবং সংলাপ বলার ধরন– সব কিছুতেই একটা চমকে দেওয়া স্বচ্ছতা আছে। কখনও কখনও মনে হয় তিনি অভিনয় করছেনই না, কেবল নিজের অভিজ্ঞতা থেকেই অনুভূতিগুলো তুলে ধরছেন।

দর্শকেরা তাই বলছেন, নিশার উপস্থিতি গল্পকে অন্য এক গভীরতায় নিয়ে গেছে। তবে শুধু নিশাই নয়, আরাত্রিকা মাইতি অভিনীত ‘উজি’ ওরফে ‘জ্যোতি’ও আলাদা করে নজর কাড়ছে। তার চরিত্রের নিরীহ ভাব, দ্বিধায় পড়ে যাওয়ার অসহায় মুখভঙ্গি, সব মিলিয়ে মেয়েটিকে খুব কাছের কারও মতো মনে হয় অনেক দর্শকদের। ঠিক কী করবে বা কোনটা ঠিক, এই স্থির না হতে পারার যন্ত্রণা সে যেভাবে প্রকাশ করে, তা অনেকের মনেই দাগ কেটে যায়।

ফলে উজি-ঋষির সম্পর্ক যেমন দর্শকদের পছন্দের, তেমনই নিশা আর ঋষির কাকা, জামাইবাবু এবং মেসোমশাইয়ের সন্দেহই গল্পটিকে আরও বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছেন। নায়ক-নায়িকার উপস্থিতি যেমন ধারাবাহিককে চালিকাশক্তি, তেমনই বাকিরাও গল্পের প্রাণ সঞ্চালক। তাদের যৌথ উপস্থিতি ধারাবাহিকটাকে সাধারণ বিনোদনের বাইরে এনে এক অন্য মাত্রায় নিয়ে গেছে নিঃসন্দেহে! আপনাদের কী মতামত? জানাতে ভুলবেন না কিন্তু!

Piya Chanda

                 

You cannot copy content of this page