Connect with us

    Bangla Serial

    আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আজকেই চলে আসবে সিডি বয়! দীর্ঘ দু’মাস পরে সিদ্ধার্থ মোদককে দেখার জন্য তর সইছেনা মিঠাই ভক্তদের

    Published

    on

    আজ মিঠাই ভক্তদের জন্য ভীষণ আনন্দের দিন। কারণ আজকে পর্দা ফাঁস হবে ওমি আগরওয়ালের আর ফিরে আসবে সিডি বয়। প্রায় দুমাস পর সিদ্ধার্থ মোদককে দেখতে পাবে সকলে, সেই জন্য দর্শকদের আর তর সইছে না।

    ইতিমধ্যেই আমরা প্রিক্যাপ দেখে নিয়েছি যেখানে রুদ্র এসে ধরেছে ওমিকে।আর সিদ্ধার্থ বলছে যে মিঠাই এর প্রার্থনা আর গোপালের সাহায্য ছাড়া তার বেঁচে থাকা সম্ভব ছিল না। একবার যখন ওমি ধরা পড়েছে তখন পিসেমশাই ধরা পড়বে এবার। তখন পিপি আর নন্দার কী অবস্থা হবে ভেবেই গা ঠাণ্ডা হয়ে যাচ্ছে দর্শকদের।

    কিন্তু তবুও মিঠাই এবং সিড কখনোই অন্যায়কে সমর্থন করেনি এখানে তো সিডের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বারবার। তাই দর্শকরাও চাইছেন যাতে এই দু’জনকে সকলের সামনে নিয়ে আসা হয়। বারবার এরা মোদক পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে আর পার পেয়ে যাবে সেটা তো হয় না।