জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টক্কর দিতে হবে স্টার জলসার গাঁটছড়া-ধূলোকণার সঙ্গে, জি বাংলায় আসছে আর এক নতুন ধারাবাহিক বোধিসত্ত্বের বোধবুদ্ধি! ভাইরাল হলো ভিডিও

জিবাংলা এবং স্টার জলসা দুই বিনোদন চ্যানেল ই একের পর এক নতুন সিরিয়াল নিয়ে আসছে একে অপরকে টক্কর দেবে বলে।বিগত পাঁচ ছয় মাসে দুটো চ্যানেলে অনেক নতুন ধারাবাহিক শুরু হয়েছে তার মধ্যে কয়েকটি ধারাবাহিক মানুষের মন জয় করেছে আবার কিছু ধারাবাহিককে মানুষ প্রত্যাখ্যান করেছে।

এর মধ্যেই শোনা গেল জি বাংলা নিয়ে আসছে নতুন ধারাবাহিক। আচমকা এই ঘোষণায় চমকে গিয়েছেন জি বাংলার ভক্তরা। এই সিরিয়ালের নায়ক নায়িকা হবেন সেটা জানা যায়নি।zee5 থেকে কালকে একটি স্বল্প কয়েক সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয় যেখানে লেখা রয়েছে ‘আসছে নতুন ধারাবাহিক বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। একটা বাড়ির সামনে অনেক লাগেজ জড়ো করে রাখা,এই দৃশ্যের ভিডিও দিয়ে লেখা রয়েছে একটি ধারাবাহিক তৈরীর জন্য কতটা কষ্ট করতে হয় সেটা দেখুন।

গল্প কী নিয়ে সেটা বোঝা যাচ্ছে না। তবে কি এই ধারাবাহিকের মধ্যে দিয়ে পল্লবী শর্মা অথবা স্বস্তিকা দত্তের কামব্যাক হচ্ছে? সেটাও জানা যাচ্ছে না। আবার জি বাংলার তরফ থেকে এখনো কিছু বলা হয়নি। সব মিলিয়ে সিরিয়ালের নির্মাতারা অন্ধকারেই রেখেছেন দর্শকদের।

Bodhisotter Bodhbuddhi

Piya Chanda

                 

You cannot copy content of this page