জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। সে যে ভীষণ মিষ্টি তাকে চিনে চিনে ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। দেড় বছর ধরে ধারাবাহিকটি আমার আপনার সকলের মনোরঞ্জন করে আসছে কিন্তু সম্প্রতি কিছু জিনিস নিয়ে দর্শকদের মধ্যে একটু রাগ হয়েছিল তবে আজকের এপিসোড দেখে সেই রাগটা অনেকটাই গলে জল হবে।
আমরা সিদ্ধার্থ অর্থাৎ উচ্ছে বাবুকে সবসময় একজন সিরিয়াস হম্বিতম্বি করা উচ্চাকাঙ্ক্ষী মানুষ হিসেবেই দেখে এসেছি একদম শুরু থেকে। এভাবেই চরিত্রটাকে বানানো হয়েছে। যে প্রচন্ড শহুরে, তার জীবনে প্রেম বিয়ে ভালোবাসা এসবের কোনো জায়গা ছিল না। দাদাইয়ের অনুরোধ রাখতে মিঠাইকে সে বিয়ে করেছিল।তারপর গত এক বছরে কীভাবে সিদ্ধার্থ মিঠাইকে ভালবেসে ফেলেছে আমরা নিজের চোখে দেখেছি।
গতকাল মিঠাইকে পিঙ্কির সামনেই হম্বিতম্বি করে বকে দেয় সিড। নিজের মেজাজ কোনদিন সামলাতে পারত না সিড এবং এখনো আটকাতে পারে না সেটা।যদিও মিঠাই এই হম্বিতম্বি করা ভালোবাসে কিন্তু কিছু দর্শক সেটা মেনে নিতে পারছেন না তার কারণ তাদের কোথাও গিয়ে মনে হয় যে সিদ্ধার্থ যেভাবে মিঠাই মিঠাই করে চিৎকার চেঁচামেচি করে সেগুলো স্বামী হিসেবে করা কাম্য নয়। তবে একটা পরিবর্তন এসেছে।
গত বছর যখন শ্রী একটা ঘটনার পর দাদাভাই কে বলেছিল মিঠাই এর অভিমান ভাঙাতে তখন সিড উত্তর দিয়েছিল,”আমার জীবনে অভিমানের মতো এমন stupid sentiment এর জন্যে কোনো সময় নেই “। সেখানে গতকাল আমরা খাওয়ার টেবিলে কী শুনলাম?
“এখন মিঠাইয়ের এই অভিমান ভাঙাতে গিয়ে আমার জান বের হয়ে যাবে,you must say sorry Siddharth Modak ” । এটাই আমাদের উচ্ছেবাবুর পরিবর্তন।সিদ্ধার্থ মোদক যে কাউকে সরি বলে না সে নিজে থেকে সরি বলবে মিঠাই কে।
বউ মিঠাইয়ের ভালোবাসা সিডের মতো মানুষকেও যে কেমন বদলে দিয়েছে, দর্শকরা তা দেখছে।
আসলে, অনুশোচনা/অনুতাপ প্রকাশে কেউ কখনো ছোট হয়ে যায় না । ভুল করলে ভুল স্বীকার করার সৎ সাহস দেখানোই তো প্রকৃত মনুষ্যত্বের পরিচায়ক, তাই সিড যখন নিজের ভুল বুঝতে পেরেছে সরি বললে সে ছোট হয়ে যাবে না। এইজন্যই মিঠাই সেরা বলছেন সকলে।