জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সারাক্ষণ দীপাকে বিপদে ফেলতে চায় মিশকা অথচ স্বামীর সেই বান্ধবী মিশকাকেই জন্মদিনের আদরের শুভেচ্ছায় ভরিয়ে দিল ভালোমানুষ দীপা! ভাইরাল সেলিব্রেশনের ছবি

স্টার জলসায় যে ধারাবাহিক গুলো সাধারণ মানুষের কাছে ভীষণ জনপ্রিয় সেগুলোর মধ্যে অন্যতম হলো অনুরাগের ছোঁয়া। সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় দেখা যায় এই ধারাবাহিক।একদম সাধারণ বিষয় নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক তবে পরবর্তীকালে একাধিক টুইস্ট এসে যাওয়ায় মানুষের মনে এই ধারাবাহিক একটা আলাদা জায়গা করে নিয়েছে। দক্ষিণী ধারাবাহিক কার্তিকম দীপাম এর বাংলা রিমেক এই ধারাবাহিকটি।এখন যদি এই দক্ষিণী ধারাবাহিকের গল্প পুরোপুরি অনুসরণ করা হয় তাহলে আগামী দিনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে গল্পে।

আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি দীপার জীবন অতিষ্ঠ করছে তার শাশুড়ি লাবণ্য সেনগুপ্ত, সৎ বোন এবং ছোট জা উর্মি, সৎ মা আর দিদা। তার উপর যুক্ত হয়েছে মিশকা। সে সূর্যর বান্ধবী যদিও মনে মনে সে সূর্যকে ভালোবাসে কিন্তু সূর্য তাকে অন্য চোখে দেখেনি। মিশকা এবার এসে উপস্থিত হয়েছে দীপাকে শেষ করবে বলে। সে সমানে দীপাকে বিপদে ফেলার চেষ্টা করছে এবং সূর্য এবং দীপার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে।

এই চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত যাকে আমরা ডান্স বাংলা ডান্সে দেখেছি। জি বাংলা ডান্স বাংলা ডান্স থেকে আরও দুই প্রতিযোগী মোহনা মাইতি এবং মেঘা দাঁ এখন জি বাংলার ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তবে অহনা এসেছেন স্টার জলসায়। মা চাঁদনী দত্তর সঙ্গে জুটি বেঁধে নাচ করতেন অহনা। আজ তার জন্মদিন।

সেই উপলক্ষ্যে তার সঙ্গে একটি মিষ্টি ছবি দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ। দীপার সঙ্গে মিশকার এই ছবি দেখে বেশ চমকে গেছেন নেটিজেনরা এবং এটাও বুঝতে পারছেন যে শুটিং না থাকলে দুজনে মিলে একসঙ্গে কতটা মজা করেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page