জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে চলে এলো মিঠাইয়ের নতুন প্রোমো! গাড়ি এক্সিডেন্টে স্মৃতি ভুলবে সিড, হবে রক সিঙ্গার

চৈত্রের চমকে বাকি সিরিয়ালের প্রোমো আসলেও আজ সকাল পর্যন্ত দেওয়া হয়নি মিঠাইয়ের কোন প্রোমো।সেই নিয়ে ক্ষোভ জমছিল মিঠাই ভক্তদের মনে কিন্তু কিছুক্ষণ আগে জি বাংলায় দেখানো হলো মিঠাই এর নতুন প্রোমো আর যা দেখতে পেয়ে মাথায় হাত মিঠাই ভক্তদের।

মিঠাইতে আসতে চলেছে বড়োসড়ো টুইস্ট। সিরিয়ালে আসবে অনেক বছরের লিপ। গাড়ি অ্যাক্সিডেন্ট হতে চলেছে সিদ্ধার্থের। আর তার ফলে মেমোরি লস হবে উচ্ছেবাবুর। মিঠাইকে ভুলে যাবে সিদ্ধার্থ!

এর পর দেখা গেল সিদ্ধার্থ কোনো কনসার্টে গান গাইছে আর সে এখন সিঙ্গার। মোদক পরিবারের সকলে সেই কনসার্ট দেখতে গেছে। সেখানে মিঠাইও গেছে এবং মিঠাই উচ্ছে বাবু কে চিনতে পেরে বলবে এই তো আমার উচ্ছে বাবু।

এই প্রোমো মাত্র কিছুক্ষণ হলো দেখা গেছে জি বাংলায় এবং খুব অল্প সংখ্যক মানুষের কাছে তা পৌঁছেছে। এমনিতেও গত দু’দিন ধরে মিঠাইয়ের আপকামিং এপিসোডের কিছু ক্লিপিংস ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছে একটা বড় ঝিলের পাশে দাঁড়িয়ে আছে শুটিং টিমের সবাই। অর্থাৎ বোঝাই যাচ্ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হতে চলেছে।

কিন্তু এত বড় পরিবর্তন সিরিয়ালে আসতে চলেছে সেই নিয়ে একটু চিন্তায় পড়ে গেছে মিঠাই ভক্তরা। এতে টিআরপি থাকবে তো প্রশ্ন উঠছে তাদের মনে।

Piya Chanda

                 

You cannot copy content of this page