জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কনের বদলে শ্বাশুড়িকে মালা পরালো বর! ছাদনাতলার ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় আমরা আজকাল নানা ভাইরাল ভিডিও দেখি যার মধ্যে কোনটা হাস্যকর আবার কোনোটা অবাক করার মতো।

সম্প্রতি বিয়ের একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে হাসিও পাবে আবার অবাকও হবেন। মালাবদল সাধারণত বর ও কনের মধ্যে হয়। কিন্তু এখানেই আছে অবাক করার মতো একটি ব্যাপার।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিয়ের বর ও কনে ছাদনাতলায় মালা বদলের জন্য তৈরি। আর সেখানে কনের পাশেই দাঁড়িয়ে রয়েছে তার মা এবং পাত্রের বন্ধুরা। এরপরই আসে চমক। পাত্রটিকে দেখে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সন্দেহ হয় যে সে মদের নেশায় চুর।

এরপরেই আবার দেখা যায় বর হাতের বড়মালাটি পাত্রীকে পরাতে গিয়ে আচমকা তার হবু শাশুড়িকে পরিয়ে বসে। যুবকটির বন্ধুরা তাকে সামলে নেয়।

এই অদ্ভুত ভিডিও দেখে হাসির রোল উঠেছে কমেন্ট বক্সে। এটা সহজে মেনে নেওয়া মুশকিল আবার কেউ সেটা অমান্য করতেও পারবে না কারণ এমন ভিডিওতে দেখিয়েছে। সবাই অবাক এই কীর্তিতে।

Tolly Tales

                 

You cannot copy content of this page