জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আজ মিঠাইয়ের হাত ধরে টেনে এনে জড়িয়ে ধরবে সিদ্ধার্থ! একের পর এক সিধাই মোমেন্ট পেয়ে বেজায় খুশি দর্শকরা

বিগত কয়েক দিন ধরে মিঠাই ফাটাফাটি হচ্ছে। গতকাল আমরা দেখতে পেয়েছি প্রচুর প্রচুর সিদ্ধার্থ এবং মিঠাইয়ের মুহূর্ত। কিন্তু আজকে কি কিছু দেখা যাবে? তার আপডেট দিতেই আমরা চলে এলাম এই প্রতিবেদন নিয়ে। মিঠাই আর সিদ্ধার্থের ভক্তরা আজকেও নিরাশ হবেন না।

এপিসোডের শুরুতেই দেখা যাবে ঠাম্মি ক্ষেপে লাল হয়ে রয়েছে। তিনি দাদাইকে তার মায়ের ভয় দেখান। এর পরেই সিদ্ধার্থ মিঠাইয়ের হাত ধরে তাকে তার বুকে টেনে নেবে। ব্যাকগ্রাউন্ডে বাজবে মিষ্টি গান আর মিঠাই এর মুখে মিটিমিটি হাসি। মিঠাই এর খেয়াল রাখছে উচ্ছেবাবু। মিঠাইয়ের হয়ে কাজ করে দিচ্ছে উচ্ছেবাবু। দৃশ্যটা যে কী মিষ্টি না দেখলে বিশ্বাস করবেন না। আবার পিছন থেকে মিঠাইকে জড়িয়ে ধরবে সিদ্ধার্থ। তারপরে আবার বুকে জড়িয়ে ধরে গল্প শুরু করবে। কত সিধাই মোমেন্ট যে আজকে রয়েছে। এই প্রথম সিদ্ধার্থ কোন মেয়েকে নিয়ে ডিরিম দেখল সেটা আবার মিঠাই। প্রায় পাঁচ ছয় মিনিটের দৃশ্য এটি।

IMG 20220620 WA0017

তারপরে শুরু হবে মজার দৃশ্য।ঠাম্মিকে দাদা এই লাগিয়ে দেবে আর ঠাম্মি রেগেমেগে মিঠাইয়ের ঘরে শুতে চলে আসবে। আর সিদ্ধার্থকে পাঠিয়ে দেবে দাদুর ঘরে। কিন্তু ওখানে গিয়েও সিদ্ধার্থ বসে বসে মিঠাইয়ের কথা ভাববে।তাই আজকে মিঠাই এর এপিসোড আপনাদেরকে দেখতেই হবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page