জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

উমা যদি মাঠে না নামে তাহলে হেরে যাবে ইন্ডিয়া! ‘গাঁজা কম খাও সিরিয়াল কাকু’, আবার নেটিজেনদের ট্রোলের শিকার উমা

জি বাংলার অন্যতম বিতর্কিত এবং আলোচিত ধারাবাহিক হলো উমা। গত বছর সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক এবং তারপর থেকে একের পর এক কটাক্ষের শিকার হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।কিছুদিন আগেই হাঁটু সমান জলে উমাকে ফেলে দিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল আলিয়া এবং সেই নিয়ে যে পরিমাণ কটাক্ষের শিকার হয়েছিল এই ধারাবাহিক তা কল্পনার বাইরে।

বর্তমানে আমরা দেখেছি যে আলিয়ার কুকীর্তি ফাঁস করে দিয়েছে এবং আলিয়াকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে যদিও আলিয়া পিছন ফিরে চোখ গোল গোল করে উমাকে হুমকি দিয়ে গেছে যে সে এর শেষ দেখে ছাড়বে।তবে এই এপিসোডেই আরেকটা দৃশ্য দেখানো হয়েছে যেখানে বলা হচ্ছে যে উমা মাঠে না নামলে ইন্ডিয়া হেরে যাবে।কিন্তু ইন্ডিয়া টিমের খেলা চলাকালীন এরকম ড্রামাবাজ আচার্য ফ্যামিলির আগমন হলে ইন্ডিয়া এমনিই হেরে যাবে কটাক্ষ করছেন নেটিজেনরা।

IMG 20220620 WA0007

এমনিতেই আলিয়ার অভিনয় নিয়ে অনেকের সমস্যা রয়েছে কারণ চোখ গোল গোল করে সে এমন দাঁত চেপে চেপে ডায়লগ গুলো বলে যে শুনলে হাসি পেয়ে যায়। এতদিন হয়ে গেলো উমার অভিনয়ে এখনো কোনো উন্নতি হল নখ।এছাড়াও গল্পের নতুন কিছু আসছে না ফলে সন্ধ্যেরষ সাতটার মত প্রাইম স্লটে 5 পয়েন্ট টিআরপি দিচ্ছে উমা। উল্টোদিকে গাঁটছড়া তুমুল গতিতে এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে উমা গৌরী এলোকেও সাপোর্ট দিতে পারছে না।

সব মিলিয়ে নেটিজেনরা চাইছেন উমাকে সাড়ে দশটায় পাঠিয়ে বোধিসত্ত্বের বোধবুদ্ধি কে সন্ধ্যা সাতটায় দেওয়া হোক।এখন দেখা যাক কী হয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page