জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো আমাদের এই পথ যদি না শেষ হয়। দেখতে দেখতে এক বছর হয়ে গেল সিরিয়াল শুরু হয়েছে মাঝে গতবছর লকডাউন এর সময় কিছুদিন সম্প্রচার বন্ধ রাখা হয় এবং তারপরে নতুন সময় ও গল্পের নতুন আঙ্গিক নিয়ে ফিরে আসে এই পথ যদি না শেষ হয়। প্রথমদিকে জনপ্রিয়তা লাভ না করলেও পরবর্তীকালে এই সিরিয়াল বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং সম্প্রতি এই সিরিয়ালের সময় বদলেছে।
রাত দশটা থেকে রাত নটার প্রাইম টাইমে চলে এসেছে এই সিরিয়াল তাই আশা করা যাচ্ছে এবং সিরিয়ালে প্রত্যাবর্তন ঘটছে রিনির। তাই আশা করা যাচ্ছে যে এবার হয়তো টিআরপি রেটিং তালিকায় ভালো ফলাফল করবে সিরিয়াল যদিও প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্টার জলসার আয় তবে সহচরী যার সঙ্গে লড়াই করাটা একটু টাফ।
কিন্তু এর মধ্যেই এই সিরিয়াল পড়ে গেল ভয়ঙ্কর বিপদে। যার জন্য মুখ খুলতে বাধ্য হলেন এই সিরিয়ালের পর্ব পরিচালক। এই পথ যদি না শেষ হয় এর সুযোগ নিয়ে এমন অনেক বাজে কাজ কর্ম হচ্ছে যা হওয়া কোনমতেই কাম্য নয়।
পর্ব পরিচালক কৃশ বসু একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে কয়েকজন অসাধু ব্যক্তি সাধারণ মানুষের মধ্যে এটা প্রচার করছেন যে তারা এই পথ যদি না শেষ হয় এর কাস্টিং এর সঙ্গে যুক্ত এবং তাদেরকে টাকা দিলে তারা এই সিরিয়ালে অভিনয়ের সুযোগ করে দেবে। অনেকেই তাঁদের এই কথায় বিশ্বাস করে হয়তো টাকা দিয়েছেন এবং এই প্রতারণার খবর কৃশ বসু খোঁজ পেয়েছেন।
তাই তিনি জানিয়েছেন যে এরকম কোন যদি কিছু দেখেন তাহলে যেন কেউ বিশ্বাস না করেন। কারণ তার সিরিয়ালে কোনদিনও টাকা দিয়ে কাউকে চান্স পেতে হয়নি। কাস্টিং তারা নিজেরা বাছাই করেন তাই অন্য কারোর মাধ্যমে অভিনয়ের সুযোগ তারা দিতে পারবেন না। এরকম ফাঁদে পা দিতে বারণ করা হচ্ছে সাধারণ মানুষকে।