জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বহুদিন পরে জি বাংলার ধারাবাহিকে প্রধান চরিত্রে ফিরছেন নামকরা এই টেলি অভিনেত্রী!স্টার জলসা ছেড়ে জি বাংলায় এখন শুটিং করবেন কীভাবে?

এতক্ষণে আমরা সকলেই জেনে গেছি জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক বোধিসত্ত্বের বোধবুদ্ধি। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই চলে এসেছে জি বাংলায় তবে এখনো পর্যন্ত সময় ঘোষণা করা হয়নি।তবে নেটিজেনরা মনে করছেন যে রাত সাড়ে দশটার সময় দেওয়া হবে এই সিরিয়াল এবং বন্ধ হবে যমুনা ঢাকি।

মূলত শিশুদের নিয়ে তৈরি এই সিরিয়াল যেখানে মূল চরিত্রে থাকবে বোধিসত্ত্ব নামের একটি ছোট্ট ছেলে যার আজব বুদ্ধিতে অবাক হয়ে যাবে তার পরিবার। বোধিসত্ত্বের বাড়ির লোকজনের ভূমিকায় সবচেয়ে না মানুষদের আমরা দেখতে পেয়েছি তবে এর মধ্যেই বোধিসত্ত্বের মায়ের ভূমিকায় যে অভিনেত্রীকে আমায় দেখতে পাচ্ছি তিনি অনেকদিন পর কামব্যাক করলেন ছোট পর্দায়‌। বর্তমানে তাকে আমরা ইস্মার্ট জোড়িতে দেখতে পাচ্ছি।

তিনি হলেন অভিনেত্রী সোনালী চৌধুরী। ধারাবাহিকে বোধিসত্ত্বের মায়ের ভূমিকায় অভিনয় করছেন সোনালী। দীর্ঘদিন পরে ছোট পর্দায় তাকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত দর্শকরা। ইস্মার্ট জোড়িতে তার অভিনয় দক্ষতা আমরা দেখতে পেলাম না কিন্তু এবার বোধিসত্ত্বের বোধবুদ্ধিতে আবার আমরা সোনালীর ধারালো অভিনয় দেখতে পাবো। তাই এই ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে। এছাড়া ধারাবাহিকের অন্যান্য চরিত্রে থাকবেন সমতা দাস বিশ্বনাথ বসু প্রমুখ।

Piya Chanda

                 

You cannot copy content of this page