বাংলা ধারাবাহিকে কখনও নায়িকার প্রধান আসনে না বসলেও, সৌমি চক্রবর্তীর (Soumi Chakraborty) সহজ-সরল উপস্থিতি সব সময়ই দর্শকদের মনে একটা আলাদা টান তৈরি করেছে। অভিনয়ের ভেতরের স্বাভাবিকতা আর নিজের মতো করে চরিত্রকে গড়ে তোলার ক্ষমতা তাঁকে জনপ্রিয়তার ভিড়ে বিশেষভাবে চিনিয়ে দেয়। ‘নিম ফুলের মধু’-তে রুচিরা হিসেবে তাঁকে যে পরিমাণ ভালো লেগেছিল সবার, এখনও সেই ঝলক দেখা যায় তাঁর সমাজ মাধ্যমের পাতায়। কাজের ব্যস্ততার মধ্যেও সৌমি যে নিজের আনন্দটা ধরে রাখতে জানেন, সেটা নিয়মিত নাচের রিল বা ভিডিও দেখলেই বোঝা যায়।
এক ধরনের পজিটিভ এনার্জি ছড়িয়ে দেন তিনি, নিজের উপস্থিতি দিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল কম নয় ভক্তদের। পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসময় তাঁর রিল-ছবি ভরপুর ছিল আর সেই সম্পর্কের পরিণত বিদায়ও সবাই দেখেছেন। সেই অধ্যায় শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু সৌমি সেই সময়টায় যেভাবে প্রাক্তনকে শুভকামনার সাথে সম্পর্ক ভাঙার কথা জানিয়েছিলেন, তা অনেককেই ছুঁয়ে গিয়েছিল। এর মধ্যেই অবশ্য তাঁর পেশাগত জীবনও এগিয়েছে। ‘কোন গোপনে মন ভেসেছে’-র রোহিনী কিংবা ‘লক্ষ্মী ঝাঁপি’-র নতুন চরিত্র, সব ক্ষেত্রেই তিনি সমান ভালোবাসা পাচ্ছেন।
এইসবের মধ্যেই সবচেয়ে বেশি আলোচনা তাঁর সহ-অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরীর সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে। ‘কোন গোপনে মন ভেসেছে’-র রোহিনী-মন্দারের রসায়ন দর্শককে এতটাই প্রভাবিত করেছিল যে অনেকেই এই জুটিকে বাস্তবেও একটু বেশি কাছাকাছি দেখছেন বলে মনে করতে শুরু করেন। যদিও এই বিষয়ে তাঁরা দু’জনেই প্রকাশ্যে কিছুই জানাননি। তবুও সমাজ মাধ্যমে তাঁদের মিষ্টি কথোপকথন কিংবা একসঙ্গে ছবি পোস্ট হওয়া নিয়ে নেটিজেনদের আলোচনা থামেনি।
একটা সময় সৌমি নিজেও একটি পোস্টে তাঁদের চরিত্রের ছবি দিয়ে মন্তব্য করেছিলেন, “রোহিনী-মন্দারকে কেমন লাগে?” তারপর থেকেই নতুন করে আগ্রহ বাড়ে। কিন্তু গুঞ্জনটা যেন এবার বাস্তবের রূপ নিচ্ছে! সম্প্রতি সৌমি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন, ক্যাপশন ছিল, “বিশৃঙ্খলার মাঝেও যখন তুমি শান্তির ঠিকানা পাও!” ছবি গুলির মধ্যে একটি ফ্রেমে দেখা যায়, তিনি কারও হাতে আদুরে চুম্বন করছেন। এখানেই জল্পনা চরমে ওঠে, এই রহস্যময় হাতটি কার?
আরও পড়ুনঃ স্ক্যাম, হ্যাকিং থেকে অপহরণ, সবই যেন খেলনা! ‘জোয়ার ভাঁটা’তে অপরা’ধের অবাধ প্রদর্শনে বাড়ছে উদ্বেগ, প্রতিশোধের নামে এই ধারাবাহিক কি ছড়াচ্ছে বিপজ্জ’নক বার্তা? তরুণদের মধ্যে অপ’রাধ মানসিকতা বাড়িয়ে দিচ্ছে না তো?
অনেকে মনে করছেন, সম্পর্কের ইতি টানার পর যাঁর সঙ্গে তাঁকে বারবার দেখা যাচ্ছে বা যে বন্ধুত্ব নিয়ে এতদিন গুঞ্জন ছিল, সেই দেবজ্যোতির দিকেই কি ইঙ্গিত করছেন অভিনেত্রী? এখন অবস্থাটা এমন যে, এতদিন যেটা শুধু কানাঘুষো ছিল, সৌমির সাম্প্রতিক পোস্ট যেন সেই আলোচনায় একটু নিজের ছোঁয়া যোগ করেছে। সত্যিই কি সম্পর্কের নতুন কোনও অধ্যায় শুরু হয়েছে? নাকি এটা স্রেফ জীবনের একটি ব্যক্তিগত মুহূর্ত, যেটা নিয়ে অকারণে অধিক ব্যাখ্যা খোঁজা হচ্ছে? উত্তরটি হয়তো একমাত্র তিনিই জানেন। এখন ভক্তদের অপেক্ষা কবে অভিনত্রীর মুখে শোনা যাবে তাঁর নতুন ভালোবাসার নাম।
