জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: হঠাৎ করে মিঠাইয়ের পুরনো ছবি নিয়ে ‘কত বড় বড় মনোহরা, বাংলার মিয়া খলিফা’,অশালীন নোংরা কথাবার্তায় ভরে গেল সোশ্যাল মিডিয়া, সৌজন্যে কি জলসা ভক্তরা? মিঠাই ভক্তরাও তাদের নিষ্ঠুরতায় অবাক

বিনোদন জগতের নায়ক নায়িকাদের চরিত্র বিচার করা বোধহয় সবথেকে সহজ কাজ আর আমাদের মধ্যে অনেকেই সেটা দৈনন্দিন ভাবে করে থাকেন।সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে অতটা আলাপ আলোচনা হয়তো প্রত্যেকদিন হয় না কিন্তু ধারাবাহিকের কলাকুশলীরা যেহেতু আমাদের প্রত্যেকদিনের সঙ্গী তাই তাদের চরিত্র সাজ পোশাক চেহারা সবকিছু নিয়ে আমাদের মন্তব্য করতেই হয়। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভীষণ নোংরামো শুরু হয়েছে জি বাংলার মিঠাই কে নিয়ে।

সাধারণত ধারাবাহিক নিয়ে ট্রলিং হয়ে থাকে। মিঠাই ভক্তরা জলসার কোন ধারাবাহিককে নিয়ে কটাক্ষ করে থাকে, বিশেষ করে মন ফাগুন বা ধূলোকণা আবার অন্যদিকে জলসা ভক্তরা মিঠাইয়ের পেছনেই লাগে সবসময়। তবে গতকাল হঠাৎ করে মিঠাইয়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তাও তার শারীরিক গঠন নিয়ে।

মিঠাই এর একটি পুরনো ছবি পোস্ট করা হয় এবং সেখানে কমেন্টে তার ব’ক্ষযুগল নিয়ে নোংরা ইঙ্গিত পূর্ণ মন্তব্য করা হয় এবং অদ্ভুতভাবে সেটা বেশিরভাগ এসেছে মহিলাদের থেকে। যিনি পোস্টটা করেছেন তিনিও একজন মহিলা এবং পাগলের মত মন ফাগুন ভক্ত। এই ছবিতে মিঠাইকে তার ব’ক্ষযুগল অনেকটাই উন্নত লাগছে আর খুঁজে খুঁজে সেই ছবিটাই বার করা হয়েছে এবং পোস্ট করে তার তলায় উল্টোপাল্টা কমেন্ট করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

কেউ লিখেছেন তিনি মিয়া খলিফা, একজন আবার লিখেছেন কত বড় বড় মনোহরা, আরেকজন আবার লিখেছেন অনেক বড় মন, আরেকজন আবার লিখেছেন অনেক বড় পৃথিবী। যারা এই প্রতিবেদনটি পড়ছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কোন দিকে ইঙ্গিত করা হয়েছে।খুব সম্ভবত কালকে সৃজলার কবিতার বই প্রকাশ নিয়ে কিছু মিঠাই ভক্ত ট্রোল করেছিল সন্ধ্যাবেলায় আর তারই পাল্টা জবাব হিসেবে রাতের বেলায় জলসা ভক্তরা এইভাবে মিঠাইকে ব্যক্তি আক্রমণ শুরু করে।মিঠাই ভক্তরা এবার কী জবাব দেবেন আজকে আমাদের জানা নেই কিন্তু ব্যাপারটা বেশি দূর না গড়ানোই ভালো।

Mithai Comment

Nira