জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সারেগামাপার ফিনালের আগে প্ৰাক্তন বিজয়ীর নাম ফাঁস সৌম্য চক্রবর্তীর! শুরু বিতর্ক

২০১৫ সালের বাংলার জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো সারেগামাপা-তে বিজয়ী হয়েছিলেন তিনি। সেই সময় দুর্নিবার সাহাকে পরাজিত করে সেরার মুকুট জিতেছিলেন। দেখতে দেখতে কেটে গেছে এক দশক, আর এবারও অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালের শ্যুটিং সম্পন্ন হয়েছে। তবে চমকের বিষয় হল, এবারের বিজয়ীদের নাম অনলাইনে ফাঁস করে দিয়েছেন সেই প্রাক্তন বিজয়ী সৌম্য চক্রবর্তী (Soumyo Chakraborty)

শ্যুটিং শেষ হওয়ার পর সৌম্য চক্রবর্তী তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন, যেখানে তিনি জানান এবারের সারেগামাপা-তে একজন নয়, বরং দুজন প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছেন। পোস্টের মাধ্যমে তিনি বিজয়ীদের নামও প্রকাশ করেন। যদিও কিছুক্ষণ পরেই তিনি সেই পোস্টটি ডিলিট করে দেন।

সৌম্যের এই পোস্ট ঘিরে নেট দুনিয়ায় শুরু হয় বিতর্ক। অনেকেই তাঁর এমন পদক্ষেপের বিরোধিতা করেন। এক ব্যক্তি মন্তব্য করেন, “ফিনালের আগে বিজয়ীদের নাম ফাঁস করা একেবারেই উচিত নয়।” আরেকজন লেখেন, “মজাটা পুরো নষ্ট করে দিলেন!” সমালোচনার মুখে পড়ে সৌম্য নিজের পোস্ট মুছে ফেললেও, ততক্ষণে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষ গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা যাচ্ছে, এবারের ফিনালের মঞ্চে চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন আরাত্রিকা সিনহা, অনীক জানা ও অতনু মিশ্র। তবে আরও দুজন প্রতিযোগী তাঁদের সঙ্গে শেষ পর্বের জন্য নির্বাচিত হবেন। সেরা পাঁচজন প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হবে এই বছরের গ্র্যান্ড ফিনালে।

এবারের সারেগামাপা-তে কোনও মেন্টর নেই, বরং আটজন বিচারক আছেন, যাঁরা প্রতিযোগীদের গাইড করছেন। এই আটজন বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এই বিচারকরাই মোট চারটি দল গঠন করেছেন এবং শুরুতে ৩১ জন প্রতিযোগী নিয়ে যাত্রা শুরু হয়েছিল।

এবারের সিজনের অন্যতম আকর্ষণীয় দিক হল, প্রতিযোগিতার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এখন দেখার বিষয়, ফিনালে কে বিজয়ীর মুকুট পান এবং সৌম্য চক্রবর্তীর পোস্টে উল্লেখিত দুই বিজয়ীর নাম সত্যি হয় কিনা! দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।

Piya Chanda