জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুর্গার জীবনে নতুন নায়কের আগমনে ‘স্বয়ম্ভু’ হারালেন জায়গা! সৌম্যদীপ এবার ‘জগদ্ধাত্রী’কে বিদায় জানাচ্ছেন! স্বয়ম্ভু চরিত্র কি সত্যিই শেষ হতে চলেছে? দর্শকের মনে বাড়ছে জল্পনা, কী জানালেন স্নেহাশীষ চক্রবর্তী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) বর্তমানে একের পর এক সাফল্য অর্জন করে চলেছে। অন্য অনেক মেগা যেখানে মাস তিনেকের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে মুখার্জি পরিবারের গল্প এখনও দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছে। যদিও একসময় এই ধারাবাহিক ছিল বাংলা টেলিভিশনের শীর্ষে, বর্তমানে তা প্রথম স্থান দখল করতে না পারলেও প্রথম পাঁচের মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছে। চলতি সপ্তাহেও টিআরপিতে এটি দ্বিতীয় স্থানে রয়েছে।

গল্প এগিয়ে গিয়েছে কয়েক বছর, আর বর্তমানে জগদ্ধাত্রী হুইলচেয়ারে আবদ্ধ হলেও কাহিনির উত্তেজনা আগের মতোই রয়ে গিয়েছে। গল্পের কেন্দ্রে এখন জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা, যে বড় হয়েছে আশ্রমে। মা-এর এই অবস্থার জন্য দায়ীদের শাস্তি দিতেই ফিরেছে সে। সাহস ও দৃঢ়তায় মায়ের মতোই, দুর্গা এখন পরিবারের সঙ্গে যুক্ত হয়ে শত্রুর মোকাবিলায় এগিয়ে এসেছে। শুরুতে মেয়েকে চিনতে না পারলেও স্বয়ম্ভু এখন তার পরিচয় জেনে খুশি এবং তার পাশে থেকেছে।

দুর্গা ধীরে ধীরে মাকে সুস্থ করে তুলছে, আর এই প্রক্রিয়ায় সে মুখার্জি পরিবারেরও আপন হয়ে উঠেছে। সম্প্রতি গল্পে দুর্গার জীবনে এসেছে নতুন মোড়! প্রথমবার প্রেমে পড়ার অনুভূতি পেয়েছে সে। স্বাধীনতা দিবসের মহড়ায় ‘ঋষভ’ -এর গান শুনে তার মনে এক বিশেষ অনুভূতি জাগে, যা সে কৌশিকী মুখার্জির বলে। উল্লেখ্য, ধারাবাহিকের নতুন নায়ক হিসেবে ‘ঋষভ ভৌমিক’ -এর আগমন দর্শকদের মধ্যেও কৌতূহল বাড়িয়ে দিয়েছে। এর আগে অভিনেতাকে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে দেখা গিয়েছিল।

নতুন চরিত্রের আগমনে গল্পের গতি আরও চমকপ্রদ হবে বলে মনে করছেন ভক্তরা। তবে নতুন নায়কের আবির্ভাব ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই মনে করছেন, দুর্গা ও নতুন নায়ককে ঘিরেই এখন গল্প এগোবে, আর স্বয়ম্ভু চরিত্রের গুরুত্ব কমে যেতে পারে। সম্প্রতি কয়েকটি পর্বে ‘সৌম্যদীপ মুখোপাধ্যায়’কে দেখা যায়নি, যা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। এমনও শোনা যাচ্ছে যে, পরবর্তী সপ্তাহ থেকে হয়তো তিনি আর থাকবেন না।

দর্শকদের দাবি, নতুন নায়ক অভিনয় ও লুকের দিক থেকে দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছেন প্রথম দিন থেকেই। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা নির্মাতা স্নেহাশীষ চক্রবর্তী এখনও এই বিষয়ে কিছু জানাননি, তবুও নেটিজেনদের আলোচনায় বিষয়টি তুমুল চর্চায় রয়েছে। সৌম্যদীপের ধারাবাহিক ছাড়ার খবর এর আগেও শোনা গিয়েছিল, কিন্তু তিনি নিজেই তা উড়িয়ে দিয়েছিলেন। এবার কি সত্যিই বদলে যাবে জগদ্ধাত্রী–র নায়ক? সেই প্রশ্নের উত্তর মিলবে আসন্ন পর্বগুলোতে।

Piya Chanda

                 

You cannot copy content of this page