সালটা ২০২২, অগস্ট মাসে জি বাংলায় শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ইতিমধ্যেই টেলিভিশনের দীর্ঘদিন ধরে চলা মেগাগুলির তালিকায় জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী ‘অঙ্কিতা মল্লিক’ (Ankita Mallick), তার প্রথম কাজেই দর্শকদের মন জিতে ফেলেছেন। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, এবার হয়তো বড় পর্দায় (Big Screen Debut) দেখা মিলতে চলেছে এই জনপ্রিয় অভিনেত্রীর। আর সেই জল্পনার পেছনে রয়েছে প্রযোজক রানা সরকারের (Rana Sarkar) একটি সমাজ মাধ্যম পোস্ট, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
রবিবার ‘ডিসিএম’ (DCM) প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্কিতা। হালকা মেকআপ, খোলা চুল ও গোলাপি গাউনে তিনি নজর কাড়েন সবার। এই অনুষ্ঠানের একটি মুহূর্ত শেয়ার করেন রানা সরকার, যেখানে অঙ্কিতার সঙ্গে ছিলেন ছোটপর্দার আরেক জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্ত। দিব্যজ্যোতি কালো শার্ট ও ধূসর জিন্স পরে, মাথায় টুপি দিয়ে হাজির হয়েছিলেন। ছবির উপর রানা লেখেন, ‘ভবিষতের আশা’।
ছবির ক্যাপশনে লেখা, ‘এমনি, নতুন প্রজন্মের প্রতিভারা ডিসিএম-এর ১৫ বছর পূর্তির উদযাপনে।’ এই ছবিটি প্রকাশ্যে আসতেই, একে ঘিরেই শুরু হয় আলোচনা। অভিনেতা দেবের মতো ‘এমনি’ শব্দ ব্যবহারের পর থেকেই অনেকে অনুমান করতে থাকেন, হয়তো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দিব্যজ্যোতি ও অঙ্কিতাকে। বিষয়টি আরও জোরালো হয় যখন ‘জগদ্ধাত্রী’-র সাংভি চরিত্রে অভিনয় করা প্রেরণা ভট্টাচার্য সেই পোস্টে মন্তব্য করেন।
তিনি লেখেন, ‘কাল সেটা ভালোই বুঝে গিয়েছি।’ যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত ঘোষণা আসেনি। প্রসঙ্গত, দিব্যজ্যোতি ইতিমধ্যেই রানা সরকারের হাত ধরে তাঁর প্রথম বাংলা ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে অভিনয় করেছেন। এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ‘ডিসিএম’ ও ‘এসভিএফ’, এবং পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিটিতে দিব্যজ্যোতির পাশাপাশি ডেবিউ করছেন ছোটপর্দার আরও চেনা মুখেরা।
আরও পড়ুনঃ মিঠাইয়ের ‘বেকিং’ শখ, সমালোচনার মুখে সৌমিতৃষা! অসুস্থতার মাঝে একাধিক রান্নার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু! ‘আর কাজ পাচ্ছেন না?’ ‘অভিনয়ের থেকে রান্না ভালো পারেন দেখছি, ওটাই করুন তাহলে!’– দর্শকদের কটাক্ষ!
তাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ আরাত্রিকা মাইতি। এছাড়াও ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, অলোকানন্দা গুহ ও ব্রাত্য বসুর মতো তারকারা। তাই অঙ্কিতা মল্লিকের বড় পর্দায় অভিষেকের খবর যদি সত্যি হয়, তবে তা নিঃসন্দেহে ভক্তদের জন্য আরও বড় চমক হতে চলেছে। এখন শুধু সময়ই বলবে, গুঞ্জন কতটা বাস্তবে রূপ নেবে।