টেলিপাড়ার জনপ্রিয় মুখ ‘সৌমিতৃষা কুন্ডু’র (Soumitrisha Kundu) অনুপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে দীর্ঘদিন নানা প্রশ্ন ছিল। ‘মিঠাই’ (Mithai) খ্যাত এই অভিনেত্রী একসময় ধারাবাহিক, পুরস্কার অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক মাধ্যমে নিয়মিতভাবে সক্রিয় থাকলেও হঠাৎ করেই তিনি সকল কর্মকাণ্ড থেকে দূরে সরে যান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে ‘কালরাত্রি’ সিরিজের পর তাকে আর দেখা যায়নি, এমনকি ফটোশুট বা রিয়েলিটি-শোতেও উপস্থিত হননি। ইনস্টাগ্রামেও দীর্ঘদিন কোনও পোস্ট না দেওয়ায় তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
নানান জল্পনার মধ্যে চলতি বছরের তৃতীয় মাসে জানা যায়, সৌমিতৃষার কিডনিতে সমস্যা দেখা দিয়েছে এবং তিনি অন্য রাজ্যের চিকিৎসাধীন আছেন। নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তিনি সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছিলেন, শুধুমাত্র পরিবারের সঙ্গেই দিন কাটাচ্ছেন। অসুস্থতার এই সময়ে সমাজ মাধ্যমে কোনও পোস্ট না দেওয়ায় ব্যাপক গুঞ্জন ছড়ায়। গত মাসের শেষের দিকে শাসক দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমেই তিনি আবার আত্মপ্রকাশ করেন। এখন ধীরে ধীরে তিনি পুরনো ছন্দে ফিরছেন।
বর্তমানে সৌমিতৃষা সমাজ মাধ্যমে বেশ সক্রিয় হয়ে উঠেছেন, বিশেষ করে রান্না ও বেকিং ভিডিও শেয়ার করছেন। তার প্রথম ভিডিও ছিল একটি ‘মাগ কেক’ বানানোর, যেখানে তিনি বলেছিলেন, “ওষুধ চলছে বলে বাইরের খাওয়ার বন্ধ, মিষ্টি খেতে খুব ভালোবাসি। তাই আজ এই হেলদি রেসিপিটা বানাচ্ছি।” এই ভিডিও প্রকাশের পর থেকেই দর্শকরা তাকে অনেক ভালোবাসা দিয়েছেন। পরবর্তীতে আরও অনেক বেকিং ভিডিও নিয়মিত আসতেই থাকে তাঁর তরফ থেক।
এদিন এক ভক্তের আসন্ন জন্মদিন উপলক্ষে ‘রেড ভেলভেট’ কেক তৈরির ভিডিওও শেয়ার করেন তিনি, এই সেখানেই শুরু বিতর্ক। সম্প্রতি এই রান্নার ভিডিওর পর দর্শকদের মধ্যে কিছু সমালোচনামূলক মন্তব্যও উঠে এসেছে। কেউ বলেছেন, “অভিনেত্রী কি আর কাজ পাচ্ছেন না? এতই ভালো অভিনয় করেন যে চরিত্র খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয়, তাই সব ছেড়ে দিয়ে এখন রান্নায় মনোযোগী হয়েছে।” আবার কেউ বলেছেন, “অভিনয়ের থেকে রান্নাটা ভালো পারেন দেখছি, ওটাই করুন তাহলে এবার থেকে।
আরও পড়ুনঃ মেঘরাজের ষ’ড়যন্ত্রের ফাঁদে আবার পড়ল অপর্ণা! আর্যর জীবন ঝুঁকির মুখে, রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন অপুর বাবা! অপর্ণার জন্য রাজলক্ষ্মীর চরম উদ্বেগ, আর্যর অবস্থা আশঙ্কাজনক ! এরপর কী লেখা আছে ভাগ্যে আর্য-অপর্ণার?
অভিনয় বরং যে পারে, তার জন্যই তোলা থাক!” এসব প্রতিক্রিয়ার মাঝে সৌমিতৃষা বলেছেন, “আমি আমার কাজ এবং নিজেকে বদলাতে চাই না। বেকিং ভিডিও আমার একটা শখ আর দর্শকদের সঙ্গে ছোট্ট যোগাযোগের মাধ্যম মাত্র। আমি আবার অভিনয়ে ফিরতে চাই এবং সেই পথেই আছি।” নতুন উদ্যমে কাজে ফেরার ইচ্ছা এবং নিজের শখের প্রকাশের মধ্যেই সৌমিতৃষা নিজের অবস্থানকে আরও মজবুত করেছেন। ভক্তদের ভালোবাসা এবং সমর্থন পেয়ে তিনি আত্মবিশ্বাসীভাবে আগামীদিনের জন্য পরিকল্পনা করছেন।