এই মুহূর্তে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় জায়গা করে নিতে না পারলেও পাকাপাকিভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মেঘ এবং ময়ূরী। মেঘ একেবারে শান্ত সহজ সরল একটি মেয়ে। কিন্তু তারই দিদি ময়ূরী একেবারে তার বিপরীত ধর্মী মানুষ।
সে শুধুমাত্র চায় মেঘের ক্ষতি করতে। মেঘ-ময়ূরী নীলের ত্রিকোণ প্রেমের সম্পর্ককে ঘিরে এই ধারাবাহিকের গল্প আবর্তিত হচ্ছে। এই ধারাবাহিকের গল্প হচ্ছে দুই বোন মেঘ-ময়ূরীর। যদিও মূল আকর্ষণ হল নায়িকা মেঘ। আর গল্পে খলনায়িকা ময়ূরীর মেঘকে হিংসা করে। বোনের জীবনের বিষিয়ে দিতে চায় সে। মেঘের থেকে সব কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিতে চায় সে। তার সমস্ত ভালো কিছুর ওপর নজর তার। মেঘের জীবন থেকে তার স্বামীকেও কেড়ে নিয়েছে সে। বোনের জীবনের সুখ, শান্তি, স্বামীর ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছে সে।
রূপের সঙ্গে মেঘের মিথ্যা সম্পর্ক জড়িয়েও সে খুশি নেই, এবার সে ওত পেতে ছিল মেঘের গুরুজীর শিষ্য জিষ্ণুর সঙ্গে মেঘের নাম জড়ানোয়। কিন্তু সেই ইচ্ছা যে আর পূরণ হচ্ছেনা ময়ূরীর। সেইসব প্ল্যান ভেস্তে দিয়েছে মেঘ। রাখি বন্ধনের পবিত্র বন্ধনে আবদ্ধ করেছে সে জিষ্ণুকে। যদিও জিষ্ণু এবং মেঘের এই বন্ধুত্বের সম্পর্ক ঘিরে তীব্র সন্দেহ সৌরনীলের মনে।
আসলে সৌরনীলের জীবনে মেঘের জন্য অবিশ্বাসের বীজ বুনে দিয়েছে ময়ূরী। আর নিজের স্ত্রীর প্রতি নীলেরও এতটাই অবিশ্বাস যে প্রতিটা মুহূর্তে মেঘকে ভুল বুঝে চলেছে সৌরনীল। আর ক্রমাগত সেই ফায়দাটাই তুলে চলেছে মেঘ। যদিও নীলের সামনে ময়ূরীর মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছে মেঘ।
শ্বশুরবাড়িতে একমাত্র ঠাম্মা ছাড়া আর কেউই তাকে বিশ্বাস করেনি। একমাত্র ওই বাড়িতে ঠাম্মাই বিশ্বাস করে মেঘকে। মেঘ ও নীলের ছাড়াছাড়ি হয়ে গেলেও এখনও তিনি মেঘের গান শোনেন। যদিও তা না পসন্দ মেঘের শাশুড়ির। আদৌ কী ঠিক হবে নীল-মেঘের সম্পর্ক?
Icche Putul, Bengali serial, Zee Bangla, ইচ্ছে পুতুল, বাংলা সিরিয়াল, জি বাংলা
Souronil suspects Megh againরাখির বন্ধনে আবদ্ধ হয়েছে মেঘ-জিষ্ণু! যদিও দুজনকে সন্দেহ করে মন কষ্টে ভুগছে সৌরনীল! কী পরিনতি হবে সম্পর্কের?
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় জায়গা করে নিতে না পারলেও পাকাপাকিভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মেঘ এবং ময়ূরী। মেঘ একেবারে শান্ত সহজ সরল একটি মেয়ে। কিন্তু তারই দিদি ময়ূরী একেবারে তার বিপরীত ধর্মী মানুষ।
সে শুধুমাত্র চায় মেঘের ক্ষতি করতে। মেঘ-ময়ূরী নীলের ত্রিকোণ প্রেমের সম্পর্ককে ঘিরে এই ধারাবাহিকের গল্প আবর্তিত হচ্ছে। এই ধারাবাহিকের গল্প হচ্ছে দুই বোন মেঘ-ময়ূরীর। যদিও মূল আকর্ষণ হল নায়িকা মেঘ। আর গল্পে খলনায়িকা ময়ূরীর মেঘকে হিংসা করে। বোনের জীবনের বিষিয়ে দিতে চায় সে। মেঘের থেকে সব কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিতে চায় সে। তার সমস্ত ভালো কিছুর ওপর নজর তার। মেঘের জীবন থেকে তার স্বামীকেও কেড়ে নিয়েছে সে। বোনের জীবনের সুখ, শান্তি, স্বামীর ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছে সে।
রূপের সঙ্গে মেঘের মিথ্যা সম্পর্ক জড়িয়েও সে খুশি নেই, এবার সে ওত পেতে ছিল মেঘের গুরুজীর শিষ্য জিষ্ণুর সঙ্গে মেঘের নাম জড়ানোয়। কিন্তু সেই ইচ্ছা যে আর পূরণ হচ্ছেনা ময়ূরীর। সেইসব প্ল্যান ভেস্তে দিয়েছে মেঘ। রাখি বন্ধনের পবিত্র বন্ধনে আবদ্ধ করেছে সে জিষ্ণুকে। যদিও জিষ্ণু এবং মেঘের এই বন্ধুত্বের সম্পর্ক ঘিরে তীব্র সন্দেহ সৌরনীলের মনে।
আসলে সৌরনীলের জীবনে মেঘের জন্য অবিশ্বাসের বীজ বুনে দিয়েছে ময়ূরী। আর নিজের স্ত্রীর প্রতি নীলেরও এতটাই অবিশ্বাস যে প্রতিটা মুহূর্তে মেঘকে ভুল বুঝে চলেছে সৌরনীল। আর ক্রমাগত সেই ফায়দাটাই তুলে চলেছে মেঘ। যদিও নীলের সামনে ময়ূরীর মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছে মেঘ।
শ্বশুরবাড়িতে একমাত্র ঠাম্মা ছাড়া আর কেউই তাকে বিশ্বাস করেনি। একমাত্র ওই বাড়িতে ঠাম্মাই বিশ্বাস করে মেঘকে। মেঘ ও নীলের ছাড়াছাড়ি হয়ে গেলেও এখনও তিনি মেঘের গান শোনেন। যদিও তা না পসন্দ মেঘের শাশুড়ির। আদৌ কী ঠিক হবে নীল-মেঘের সম্পর্ক?