জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এই নতুন অপর্ণা দারুণ মানাবে আর্যের পাশে, নতুন জুটি বাজিমাত করবে!’ ‘দর্শককে ফিরিয়ে আনতে এটাই সেরা সিদ্ধান্ত!’– অবশেষে ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে বিদায় দিতিপ্রিয়ার, অপর্ণা চরিত্রে সৃজা দত্তকে নিয়ে শুরু জল্পনা! প্রত্যুষা না সৃজা, কাকে অপর্ণা রূপে চান আপনারা?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ঘিরে টেলিপাড়ায় আবারও নতুন জল্পনা! তবে এবার কেন্দ্রবিন্দুতে আর পুরনো বিতর্ক নয়, নজর এখন সম্পূর্ণ অন্যদিকে। গতকাল আর্টিস্ট ফোরামের তরফে বিবৃতি প্রকাশের পর স্পষ্ট হয়ে গেছে যে, ধারাবাহিকে আর দিতিপ্রিয়াকে (Ditipriya Roy) অপর্ণা চরিত্রে দেখা যাবে না। এই গুঞ্জন যদিও বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অভিনেত্রী প্রত্যুষা পালের নাম উঠেছিল আলোচনায় যে তিনিই নাকি নতুন অপর্ণা হতে চলেছেন।

তবে এবার শোনা যাচ্ছে, অপর্ণা চরিত্রে নাম আসছে এক নতুন মুখ, অভিনেত্রী ‘সৃজা দত্ত’র (Sreeja Dutta)। আপাতত আনুষ্ঠানটিক ভাবে কিছু জানানো না হলেও, ভিতরের খবর বলছে আলোচনা অনেকটাই এগিয়ে। দর্শকের মধ্যেও যেন আগ্রহের নতুন ঢেউ উঠেছে। কারণ দীর্ঘদিন ধরে মুখ বদল, নানান অভিযোগ আর অস্বস্তির খবর শুনে ক্লান্ত দর্শকরা এবার অন্য রকম চমক প্রত্যাশা করছেন। প্রসঙ্গত, টলিউডে সৃজার পরিচয় নতুন নয়। ছোটপর্দায় আসার গুঞ্জন আগেও শোনা গিয়েছিল, কিন্তু সেই সম্ভাবনা এবারই অনেকটাই জোরালো মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন এবং কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করার পর তিনি সরাসরি বড় পর্দায় পা রাখেন, যা অনেকের ক্ষেত্রেই হয় না। অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ ছবিতে দেবের বিপরীতে তাঁর আত্মপ্রকাশই ছিল বড় চমক। সেই ছবিতে স্বচ্ছন্দ অভিনয় ও উপস্থিতি নজর কেড়েছিল দর্শক থেকে সমালোচকদেরও। তারপরেই সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’তেও দেখা গিয়েছে তাঁকে, দেবের সঙ্গেই। বড় পর্দার পাশাপাশি ওটিটির দুনিয়ায়ও ধীরে ধীরে তিনি নিজের জায়গা তৈরি করছেন।

সম্প্রতি হইচইয়ের ‘নিশির ডাক’ সিরিজে অভিনয় করে আবারও প্রমাণ করেছেন, বিভিন্ন ঘরানায় নিজেকে মানিয়ে নিতে তাঁর বিশেষ অসুবিধা হয় না। কাজের এই ধারাবাহিকতা থেকেই অনেকে মনে করছেন, ছোটপর্দায় কেন্দ্রীয় চরিত্রে তাঁর আগমন এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে স্রেফ সম্ভাবনা থেকেই এত আলোচনা নয়, দর্শকদের প্রতিক্রিয়া আরও বেশি আগুনে ঘি ঢেলেছে। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই মন্তব্য আসতে শুরু করেছে, “অপর্ণার শান্ত, সহজ-সরল চরিত্রে সৃজার মিষ্টি হাসি দারুণ মানাবে”।

কেউ বলছেন, “নতুন জুটি একেবারে ম্যাজিক তৈরি করবে!” ধারাবাহিকের ভক্তরা বলছেন, “আর্য-অপর্ণার রসায়ন আবার ফিরুক, তবে এবার নতুন মুখে।” “যদি সুযোগ দেয়, তাহলে দর্শকরা নতুন জুটিকে মন থেকে ভালোবাসবে এবং সিরিয়াল আরও জনপ্রিয় হবে। আর্য সিংহ রায়ের বিপরীতে সৃজাকে দর্শকরা চুটিয়ে সাপোর্ট করবে, টিআরপিতে টপ করবে!” অনেকেই মনে করছেন, লম্বা টানাপোড়েনের পরে ধারাবাহিকটাকে নতুন ছন্দে ফেরাতে তাজা এনার্জি খুব জরুরি।

আর সৃজা সেই জায়গাটাই পূরণ করতে পারবেন। সব মিলিয়ে ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়ে গেছে। অতীতের বিতর্ক থেকে এবার আলোচনার মোড় ঘুরে গিয়েছে সম্পূর্ণভাবে কাস্টিংয়ে। কতৃপক্ষের ঘোষণা না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত বলা যাচ্ছে না, সবটাই এখনও দর্শকদের চাওয়ার ভিত্তিতে বলা হচ্ছে। সত্যিই কি অপর্ণা রূপে আসছেন সৃজা দত্ত? যদি আসেন, তাহলে কতটা মানাবে? প্রত্যুষা না সৃজা, কাকে অপর্ণা রূপে দেখতে চান আপনার?

Piya Chanda