ইদানিং দর্শনমহলে শিশুদের ধারাবাহিক বোধিসত্ত্বর বোধবুদ্ধি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আর এর সুবাদে বেশ কিছু ছোট শিল্পীদের পেয়েছে টলিউড।
মুখ্য চরিত্রে অভিনয় করা নায়ক নায়িকাদের ছাড়াও সৃজিতা অর্থাৎ বোধিসত্ত্বর বন্ধু চরিত্রে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে অয়ন্যা চ্যাটার্জি। খুব অল্প বয়সে হাতেখড়ি হয় এই নায়িকার। জি বাংলার এক ভক্তিমূলক সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে সারদা মার চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছিল অয়ন্যাকে।
মা সারদার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল অয়ন্যা। তবে এরপরেই তার কাছে সিনেমায় কাজ করার সুযোগ আসে। দেখা গিয়েছিল মৈনক ভৌমিক পরিচালিত সিনেমা মিনিতে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। সিনেমাতে মিমির বোনঝি হিসেবে অভিনয় করতে দেখা যায় অয়ন্যাকে।
তারপরেই আবার ছোট পর্দায় ফিরে এসেছে অভিনেত্রী। তবে সাফল্য আসতে খুব বেশি দেরি নেই তা বলাই যায়। কারণ এবার টলিউড থেকে সোজা বলিউডে অভিনয়ের সুযোগ পেল অয়ন্যা। হ্যাঁ, তাও আবার অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে সে।
ব্রাউন নামক একটি ওয়েব সিরিজে অয়ন্যার অভিনয় করার কথা শোনা গিয়েছে। গুরুত্বপূর্ণ একটি শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করতে চলেছে সে। এই ওয়েব সিরিজে তার নাম হয়েছে অহনা।
টেলিপাড়ার সূত্রে জানা গিয়েছে ওই গল্পের প্লট অনুযায়ী দেখা যাবে পরবর্তীতে অহনাই খুন হবে। তাই সব মিলিয়ে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও এত কম বয়সে এত বড় সাফল্য আসাটা খুবই গর্বের বিষয়। তবে পাশাপাশি সমান তালে সে চালিয়ে যাচ্ছে নিজের পড়াশোনা। তাই সে দিক থেকে দেখতে গেলে পড়াশোনা এবং অভিনয় দুটো মিলিয়ে দিনভর ব্যস্ত রুটিন থাকে অয়ন্যার।
বোধিসত্ত্বর ক্লাসের ফার্স্ট গার্ল এবার সত্যিই তাকে পেরিয়ে এগিয়ে গেল। সেখানে বোধিসত্ত্ব এখনো পড়াশোনায় ডুবে। নিজেরাই সাফল্যের জন্য প্রচুর প্রশংসা পেয়েছে অভিনেত্রী অয়ন্যা।