স্টার জলসার ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এই সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ‘সুস্মিত মুখোপাধ্যায়’ (Sushmit Mukherjee) ও অভিনেত্রী উষসী রায় (Ushasi Roy) । সিরিয়ালটির গল্প একদমই ভিন্ন ধরণের, যেখানে বিয়ে, সম্পর্কের টানাপোড়েন নেই, পরিবার এবং সমাজের বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু খুব সরল ভাবে। চিরাচরিত ধারাবাহিকের ধরণ মেনে নয় বলেই দর্শকের খুব কাছের এই ধারাবাহিক।
এক সাধারণ পরিবারের মেয়ের নতুন জীবনে (বিদেশ) প্রবেশের কাহিনি ঘিরে এই গল্প এগিয়ে যাবে, যেখানে দেখা যায় তার সংগ্রাম, চ্যালেঞ্জ এবং ভালোবাসার সমীকরণ। গল্প অনুযায়ী, উষসী রায়ের চরিত্রটি একজন সাহসী ও আত্মপ্রত্যয়ী মেয়ে, যে নিজের অধিকারের জন্য লড়াই করতে জানে। অন্যদিকে, সুস্মিত মুখোপাধ্যায়ের চরিত্রটি একজন দায়িত্ববান পুরুষ, যে নিজের পরিবার ও ভালোবাসার মানুষকে রক্ষা করতে সব কিছু করতে পারে। গল্পে রয়েছে পারিবারিক মূল্যবোধ, সম্পর্কের গভীরতা এবং ভালোবাসার এক অনন্য গল্প।

এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। উষসী ও সুস্মিতের রসায়ন দর্শকদের খুবই পছন্দ হয়েছে এবং তাদের অভিনয় যথেষ্ট প্রশংসিত হচ্ছে। পাশাপাশি, ধারাবাহিকের টুইস্ট ও টার্ন, সংলাপ এবং নাটকীয় মুহূর্ত দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। সম্প্রতি পর্ব গুলিতে আদৃতকে সবাই মৃত ভাবছে কিন্তু আদৃত অন্য পরিচয় নিয়ে এখনো বেঁচে আছে অন্যদিকে তাদের সন্তানকে বাবা ছাড়াই বড়ো করছে শুভ।
এরই মধ্যে স্টার জলসা তাদের সমাজ মাধ্যমে একটি প্রমো রিলিজ করে, সেখানে দেখা যাচ্ছে অদৃতের পছন্দের ফুল হাতে নিয়ে শুভ যাওয়ার সময় এক আগন্তুকের সাথে ধাক্কা লেগে ফুল পড়ে যায়। সে ক্ষমা চেয়ে জানায় যে তার নাম “আকাশ জৈন”, আদৃতের বিজনেস অংশীদার। আর সেই সময়ই তার একটি ফোন আসে। ফোনের ওপরে ডাক্তার মোহনা সেন তাকে জানায় যে, সে এবং রায়ান (আদৃত) নিউইয়র্ক আসছে আর ঠিক তখনই আদৃত ওই একই ফুল মোহনাকে উপহার দেয়। আদৃতের মতন কণ্ঠ শুনে শুভ বিস্মৃত হয়ে যায়।
আরও পড়ুনঃ নিরাপদ চাকরি ছেড়ে অনিশ্চিত পথে হাঁটা বোকামি! কিন্তু তবুও সহস দেখিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা! আজ বাংলা টেলিভিশনের জনপ্রিয় ভিলেন তিনিই
এই প্রমো রিলিজের পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। তারা আবার একসাথে শুভ আর আদৃতকে দেখতে চায়। একদল দর্শক মনে করছে এই সিরিয়ালের ভিন্নতা এবার নষ্ট হতে চলেছে কারণ ডাক্তার মোহোনা আর আকাশের আবির্ভাবে এখানেও সম্পর্কের জটিলতা তৈরি হতে শুরু করেছে। এখন দেখার বিষয় সিরিয়ালের নির্মাতারা ঠিক কোন দিকে গল্প নিয়ে যায়। জানতে হলে অবশ্যই দেখতে হবে রোজ।