স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলার (Zee Bangla) মধ্যে চলছে টিআরপি তালিকা (Trp list) দখলের লড়াই। কার ধারাবাহিক নাম লেখালো প্রথম পাঁচে? এ নিয়ে চলে দুই চ্যানেলের মহারণ। বৃহস্পতিবার মানে ধারাবাহিকগুলির রিপোর্ট কার্ড হাতে আসার দিন।
প্রতি সপ্তাহের মতো নির্ধারিত সময়ে প্রকাশ্যে এসেছে সাপ্তাহিক টিআরপি তালিকা। নির্মাতাদের একটাই লক্ষ্য। টিআরপি তালিকায় প্রথম পাঁচে ধারাবাহিকের নাম। চলতি সপ্তাহের পাঁচে যে ধারাবাহিক রয়েছে তার প্রাপ্তনম্বর ৬. ৪। তবে একটি নয়। যৌথ ভাবে দুটি ধারাবাহিক রয়েছে টিআরপি তালিকার পাঁচ নম্বর স্থানে- কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী।
চতুর্থস্থানে রয়েছে জলসার উড়ান। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। মাত্র ০. ১ নম্বরের ফারাকে এগিয়ে স্টার জলসার কথা। প্রাপ্ত নম্বর ৬. ৬। দ্বিতীয়স্থানে রয়েছে জি বাংলার ফুলকি ও নিম ফুলের মধু। দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬. ৮।
এসপ্তাহে সকলকে চমকে পয়লা স্থান দখলে জলসার। বেশ কয়েকমাস পর জি বাংলাকে টেক্কা দিয়ে এক নম্বরে এসেছে স্টার জলসা। ধীরে ধীরে টিআরপি তালিকার প্রথম পাঁচেও রমরমা বাড়ছে জলসার ধারাবাহিকগুলির।
এক নজরে চলতি সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক
প্রথম- গীতা এলএলবি (৭.০)
দ্বিতীয়- ফুলকি , নিম ফুলের মধু (৬.৮)
তৃতীয়- কথা (৬.৬)
চতুর্থ- উড়ান (৬.৫)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী (৬.৪)