স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। উষসী রায় ও সুস্মিত মুখার্জী অভিনীত এই ধারাবাহিক নিত্যনতুন মোড় ঘোরানো পর্ব এনে দর্শকদের কার্যত চমকে দিচ্ছে। ধারাবাহিকে এবার দেখা যাবে, কিভাবে অয়নার থেকে সবটা জেনে শুভ জিনিয়ার কুকীর্তি ফাঁস করবে।
গৃহপ্রবেশ আজকের পর্ব ১৮ ফেব্রুয়ারি এপিসোড (Grihoprobesh Today Episode 18 February)
স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকের কাহিনী মূলত শুভলক্ষ্মীকে কেন্দ্র করে। যে নিজের দেশ, নিজের রাজ্য ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। ছোটবেলা থেকেই পরিচয় থাকা আদৃত দার সঙ্গে পরবর্তীকালে বিবাহ বন্ধনে বাঁধা পড়ে শুভলক্ষ্মী। নিজের যত্নে ও গুনে বিদেশের মাটিতেই এক টুকরো বাংলা গড়ে তুলেছে সে। যদিও শাশুড়ি মায়ের চোখে চির অপছন্দের পাত্রী শুভ।

অতীতে আদৃতর সঙ্গে জিনিয়ার বিয়ে ঠিক হয়। কিন্তু আদৃত সেই বিয়ে ভেঙে শুভলক্ষ্মীকে বিয়ে করে। বুদ্ধিমতী শুভ গোটা পরিবারকে একসঙ্গে জুড়ে রেখেছে এক সুতোয় বেঁধে রেখেছে। সম্প্রতি সে হার উদ্ধার করে পরিবারের সম্মান ফিরিয়ে দিয়েছে। ধারাবাহিকের গত পর্বে দেখা যায় শুভ ও আদৃত ভ্যালেন্টাইন্স ডে পালনের জন্য বাড়ির বাইরে গিয়েছে। এরই মাঝে জিনিয়া এক মোক্ষম প্ল্যান কষেছে।
অয়নাকে বিপদে ফেলে উদ্ধার করে এনে সবার চোখে ভালো হওয়ার চেষ্টা করছে জিনিয়া। বাড়ি ফিরে সেই কথা জানতে পারে শুভলক্ষ্মী। এমনকি শাশুড়ি মায়ের থেকে নানান কথা শুনতে হয় তাঁকে। তবে শুভর প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। নিস্তব্ধ রাস্তায় যখন অয়না বিপদে পড়েছে তখন সেই জায়গায় জিনিয়াই বা এল কোথা থেকে। সম্পূর্ণ বিষয়টি একটি সাজানো ঘটনা নয় তো?
আরও পড়ুনঃ ব্যাঙ্ক ডাকাতির অপরাধে শ্যামলী ও মন্দারকে গ্রেফতার করল পুলিশ! ‘এই গল্প এবার শেষ করুন’ অনুরোধ দর্শকদের
শুভর মাথায় এই ভাবনা সমানে ঘুরতে থাকে। সে ঠিক করে, সেদিন সেই সময় কি হয়েছিল সেটা অয়নার কাছ থেকেই জিজ্ঞেস করবে। ভাবনা মতো ঠিক সেই কাজটি করেছে শুভ। অয়নার কাছ থেকে সমস্তটা জানতে পেরে দুইয়ে দুইয়ে চার করে ফেলে শুভলক্ষ্মী। এখন অপেক্ষার কখন শুভ জিনিয়ার সমস্ত কুকীর্তি ফাঁস করবে।