জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একদা নায়ক থেকে আজ পার্শ্ব চরিত্রের অভিনেতা! কেন মুখ্য চরিত্র পাচ্ছেন না সুমন দে? আসল কারণ জানালেন অভিনেতা

এক সময় টেলিপর্দার জনপ্রিয় মুখ, ধারাবাহিকের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকতেন তিনি। অভিনেতা সুমন দে—যাঁর নায়কোচিত উপস্থিতি একসময় দর্শকের প্রিয় ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য ছবি। সাম্প্রতিক কালে সুমনকে একাধিক ধারাবাহিকে দেখা গেলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি মুখ্য চরিত্রে নন। বরং পার্শ্বচরিত্রেই অভিনয় করছেন বারবার। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে—নায়ক থেকে পার্শ্বচরিত্রে কেন সরে এলেন তিনি?

এই প্রশ্নের উত্তর দিলেন নিজেই সুমন। তাঁর কথায়, “আমি শুধু মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য অভিনয় করি না। আমার কাছে চরিত্রটাই মুখ্য—তা যত ছোটই হোক না কেন। যদি সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পাই, যেখানে দর্শক কিছু অনুভব করবেন, তাতেই আমি সন্তুষ্ট।” তিনি আরও যোগ করেন, “অনেক ধারাবাহিকে আমি মাঝপথে যোগ দিয়েছি। কিন্তু দর্শকের ভালোবাসা কোনওদিন কমেনি। তাই ‘নায়ক’ শব্দটার পিছনে দৌড়ানোর কোনও মানে নেই।”

অভিনেতার মতে, এখনকার ধারাবাহিকের গল্প বলার ধরন সম্পূর্ণ বদলে গিয়েছে। এক সময় কোনও সিরিয়াল টানা এক বছর চলত, আজ তা তিন মাসেই শেষ হয়ে যাচ্ছে। তাই মুখ্য চরিত্রে কে বা পার্শ্বচরিত্রে কে—এই ভেদাভেদে আসলে আর কোনও বিশেষ গুরুত্ব নেই। সুমনের ভাষায়, “এখন গল্পই নায়ক, মানুষ চরিত্র দেখে না, গল্প দেখে।”

তাঁর মতে, এই পরিবর্তনই অভিনয়জগতের সবচেয়ে বড় সৌন্দর্য। কারণ এতে অভিনেতারা নতুনভাবে নিজেদের খুঁজে পান, নতুনভাবে আবিষ্কার করেন নিজের শিল্পকে। “আমি এখন নিজের অভিনয় নিয়ে আগের চেয়ে অনেক বেশি খুশি। ধীর গতি নয়, বরং ভিন্ন গতিতে এগোচ্ছি,” বললেন সুমন হাসতে হাসতে।

বর্তমানে সুমনকে দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’-য়। সেখানে তিনি মুখ্য চরিত্রে না থাকলেও, দর্শকের মন জয় করছেন নিজের স্বাভাবিক অভিনয়ে। নায়ক থেকে পার্শ্বচরিত্রে যাত্রা—তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে সুমন দে, যেমন ছিলেন, তেমনই আছেন আজও।

Piya Chanda

                 

You cannot copy content of this page