মাকে হারানোর পর জীবনের আর এক প্রিয় মানুষকেও হারালেন অভিনেত্রী ‘কৌশাম্বী চক্রবর্তী’ (Kaushambi Chakraborty)। এক বছরের ব্যবধানেই যেন আবার ফিরে এল সেই শোকের ছায়া। এই মুহূর্তে খুবই ব্যস্ত অভিনেত্রী, একদিকে নতুন সংসার আর অন্যদিকে ধারাবাহিকের শুটিং। স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে বর্তমানে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি সেই মানুষটার মৃ’ত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তিনি সমাজ মাধ্যমে। অভিনেত্রীর সেই পোস্টের নিচে সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা সকলে পাশে থাকার বার্তা দিয়েছেন।
শুটিংয়ের ফাঁকেই অভিনেত্রী শোকে পাথর হয়ে জানিয়েছেন, বুধবারই প্রয়াত হয়েছেন তাঁর দিদা। দিদার বয়স হয়েছিল প্রায় নব্বই, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ভারাক্রান্ত মন নিয়েই গল্পের বই হাতে দিদার স্নিগ্ধ ছবি পোস্ট করে লিখেছেন, “না ফেরার দেশে ভাল থেকো দিদা।” অভিনেত্রীর কথার আবেগ থেকেই স্পষ্ট, কেমন ঘনিষ্ঠ ছিল এই দুই প্রজন্মের সম্পর্ক! প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনেও গত এক বছরে অনেক ওঠানামা দেখেছেন অভিনেত্রী।
২০২৪ সালের মে মাসে অভিনেতা আদৃত রায়ের সঙ্গে বিয়ে করেন তিনি। নতুন সংসারের আনন্দে একেবারে সুখের দিন কাটছিল, কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই মায়ের প্রয়াণ তাঁকে ভিতরে ভিতরে ভেঙে দিয়েছিল। সেই সময় নিজেকে অভিনয় থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি। এই বছর প্রথমবার মা দুর্গাকে বরণ করতে গিয়েও মায়ের কথা মনে পড়ায়, চোখ ভিজে এসেছিল তাঁর। লিখেছিলেন, “মায়েরা কোথাও যান না, আমাদের সঙ্গেই থাকে।” সেই কথাগুলো যেন এখন আরও বাস্তব হয়ে উঠেছে!
কারণ আবার এক প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা তাঁর জীবনে ফিরে এল। উল্লেখ্য, সমাজ মাধ্যমে কৌশাম্বী বরাবরই খোলামেলা। নিজের সুখ-দুঃখ, কাজের অভিজ্ঞতা বা জীবনের ছোট ছোট মুহূর্ত— সবই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তাই দিদার প্রয়াণের খবরে কমেন্ট বক্স ভরে গিয়েছে সমবেদনার বার্তায়। পরিচিতরা যেমন পাশে দাঁড়িয়েছেন, তেমনই দর্শকরাও জানিয়েছেন সহানুভূতি। গত বছর মাকে হারানোর পর এ বার দিদার মৃত্যু, দু’জনেই ছিলেন তাঁর জীবনের দুই শক্ত স্তম্ভ– এই কথা অস্বীকার করা সম্ভব নয়।
আরও পড়ুনঃ একদা নায়ক থেকে আজ পার্শ্ব চরিত্রের অভিনেতা! কেন মুখ্য চরিত্র পাচ্ছেন না সুমন দে? আসল কারণ জানালেন অভিনেতা
মাতৃবিয়োগের দুঃখ এখনও তাজা, তার মধ্যেই দিদাকেও হারিয়ে আরও একবার শোকের সাগরে ডুবে গিয়েছেন তিনি। কিন্তু জীবন তো থেমে থাকে না কারোর জন্যই।অভিনয়ের ব্যস্ততা, দর্শকের ভালোবাসা আর প্রিয়জনদের সঙ্গেই হয়তো ধীরে ধীরে সামলে উঠছেন কৌশাম্বী। আমাদের প্রার্থনা, তাঁর দিদা যেন তারাদের দেশে শান্তিতে থাকেন। যেমনটি তিনি নিজের পোস্টেও লিখেছিলেন, তারাদের দেশে ভালো থাকবেন আপনি!
